সংক্ষিপ্ত
এবারের লোকসভা নির্বাচনের প্রচারে বারবার কংগ্রেস নেতাদের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ উঠেছে। এবার নতুন করে এই বিতর্ক উস্কে দিয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস প্রার্থী কান্তিলাল ভুরিয়া।
কোনও ব্যক্তির যদি ২ জন স্ত্রী থাকেন, তাহলে তিনি ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। এমনই প্রতিশ্রুতি দিলেন মধ্যপ্রদেশের রতলামের কংগ্রেস প্রার্থী কান্তিলাল ভুরিয়া। সৈলানায় এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, 'কংগ্রেস ক্ষমতায় এলে, সব মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি। যাঁদের ২ জন স্ত্রী আছেন তাঁরা ২ লক্ষ টাকা করে পাবেন।' মহালক্ষ্মী প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি বছর ১ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। কিন্তু রতলামের কংগ্রেস প্রার্থী যেভাবে এই প্রকল্পের ব্যাখ্যা দিলেন, তাতে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির।
কান্তিলালের মন্তব্যে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব!
কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মহালক্ষ্মী প্রকল্পের আওতায় দারিদ্রসীমার নীচে থাকা মহিলাদের প্রতি মাসে ৮,৫০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের কথা বলতে গিয়েই ২ স্ত্রী থাকলে ২ লক্ষ টাকা পাওয়ার কথা বলেন কান্তিলাল। সেই সময় সেখানে ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ও মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাওওয়ারি। তাঁরাও কংগ্রেস কর্মী-সমর্থকদের মতো এই মন্তব্যে হেসে ওঠেন। কান্তিলালের প্রশংসাও করেন মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘ভুরিয়াজি সাংঘাতিক ঘোষণা করেছেন। একজন ব্যক্তির ২ জন স্ত্রী থাকলে আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে।’
কান্তিলালকে আক্রমণ বিজেপি-র
মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় ইউপিএ সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রী ছিলেন কান্তিলাল। এবার তিনিই বিতর্কিত মন্তব্য করলেন। এই মন্তব্যের জন্য রতলামের কংগ্রেস প্রার্থীকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। ৭৩ বছর বয়সি এই রাজনীতিবিদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেছে বিজেপি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Priyanka Gandhi: '৫ কেজি রেশন কাউকে আত্মনির্ভর করবে না,' প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যে বিতর্ক
Adhir Ranjan Chowdhury: ভাইরাল বর্ণবৈষম্যমূলক মন্তব্যের ভিডিও, বিতর্কে অধীর রঞ্জন চৌধুরী