সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনে ২ দফার ভোটগ্রহণ হয়ে যাওয়ার পরেও আমেঠি, রায়বরেলিতে কংগ্রেস প্রার্থী নিয়ে ধোঁয়াশা অব্যাহত। রবিবারও সিদ্ধান্ত নিতে পারল না কংগ্রেস নেতৃত্ব।

উত্তরপ্রদেশে কংগ্রেসের একদা দুর্গ হিসেবে পরিচিত আমেঠি পুনর্দখলের লক্ষ্যে কি এবারও প্রার্থী হবেন রাহুল গান্ধী? না কি এই কেন্দ্রে তাঁর ভগ্নিপতি রবার্ট বঢরাকে প্রার্থী করা হবে? মা সনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া আসন রায়বরেলিতে কি প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধী? নানা জল্পনা চললেও, কংগ্রেস নেতৃত্ব কী সিদ্ধান্ত নেবে এখনও স্পষ্ট নয়। রবিবারও আমেঠি, রায়বরেলিতে দলীয় প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া গেল না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেই গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে। তিনিই আমেঠি, রায়বরেলির প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তবে এই দুই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের নাম কবে ঘোষণা করা হবে, সেটা রবিবারও স্পষ্ট হল না।

গান্ধী পরিবারের হাতেই থাকবে আমেঠি, রায়বরেলি?

আমেঠি ও রায়বরেলিতে গান্ধী পরিবারের সদস্যদেরই প্রার্থী করার দাবি জানাচ্ছেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা-কর্মীরা। রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কাকেও প্রার্থী করার দাবি উঠছে। নির্বাচন পরিচালনার জন্য যে কমিটি গঠন করেছে কংগ্রেস, সেই কমিটির বৈঠকেও আমেঠি, রায়বরেলি নিয়ে আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা অবিনাশ পাণ্ডে ও পরিষদীয় নেত্রী আরাধনা মিশ্র বলেন, রাহুল ও প্রিয়াঙ্কা প্রার্থী হতে রাজি থাকলে তাঁদেরই আমেঠি ও রায়বরেলিতে প্রার্থী করা উচিত। কমিটির অন্যান্য সদস্যরাও এ বিষয়ে সহমত পোষণ করেন। উত্তরপ্রদেশের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে রাহুল ও প্রিয়াঙ্কার প্রার্থী হওয়ার জন্য দলের অভ্যন্তরে দাবি জোরালো হচ্ছে।

রাহুলের আমেঠি সফর নিয়ে জল্পনা

২ বা ৩ মে রাহুলের আমেঠি সফরে যাওয়ার কথা আছে। কয়েকদিন আগে আমেঠির এক কংগ্রেস নেতা দাবি করেন, ২ মে মনোনয়ন পেশ করবেন রাহুল। তাঁদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে। মনোনয়ন পেশের তারিখ শেষ হওয়ার সময়ই রাহুলের আমেঠি সফর জল্পনা বাড়াচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Congress: জাতের ভিত্তিতে বিভাজনের অভিযোগ, কর্ণাটকে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়া নেতা

'রাহুল গান্ধী মোদীর এজেন্ট', কংগ্রেস নেতার DNA পরীক্ষার দাবি বাম বিধায়কের

Lok Sabha Elections 2024: 'যাঁরা রাম মন্দিরের বিরোধিতা করেন আমরা তাঁদের বিরোধী,' জোধপুরে বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী