সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশায় বিধানসভা নির্বাচনেও ভালো ফল করতে মরিয়া বিজেপি। প্রচারে জোর দিচ্ছেন স্বয়ং নরেন্দ্র মোদী।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক হঠাৎ কীভাবে এত অসুস্থ হয়ে পড়লেন, সে বিষয়ে তদন্ত চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এবারের বিধানসভা নির্বাচনে জয় পেয়ে যদি ওড়িশায় ক্ষমতায় আসে বিজেপি, তাহলে নবীনের স্বাস্থ্যের অবনতির কারণ খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে। ওড়িশার ময়ূরভঞ্জে এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, ‘এখন নবীনবাবুর সব শুভানুধ্যায়ীই অত্যন্ত চিন্তিত। গত এক বছরে নবীনবাবুর স্বাস্থ্যের এতটা অবনতি কীভাবে হল, সেটা কেউই বুঝতে পারছেন না। অনেক বছর ধরে যাঁরা নবীনবাবুর ঘনিষ্ঠ, তাঁদের সঙ্গে আমার দেখা হলেই নবীনবাবুর স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, নবীনবাবু এখন নিজে কোনও কাজ করতে পারছেন না। নবীনবাবুর ঘনিষ্ঠরা মনে করছেন, তাঁর স্বাস্থ্যের অবনতির পিছনে কোনও চক্রান্ত থাকতে পারে। নবীনবাবুর স্বাস্থ্যের অবনতির পিছনে কোনও ষড়যন্ত্র আছে কি না এটাই প্রশ্ন। ওড়িশার মানুষের এটা জানার অধিকার আছে। যাঁরা নবীনবাবুর নাম করে ওড়িশায় ক্ষমতা ভোগ করছেন, তাঁরা এর পিছনে নেই তো? এই রহস্যের পর্দাফাঁস হওয়া জরুরি। এই কারণে ওড়িশায় ১০ জুনের পর ওড়িশায় বিজেপি সরকার গঠিত হলে এক বিশেষ কমিটি গঠন করা হবে। নবীনবাবুর শরীর হঠাৎ কেন এত খারাপ হয়ে গেল, সেটা তদন্ত করে দেখবে এই কমিটি।’

ভি কে পাণ্ডিয়ানকে আক্রমণ মোদীর

নাম না করে বিজু জনতা দলের নেতা ভি কে পাণ্ডিয়ানকে আক্রমণ করেছেন মোদী। নবীনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পাণ্ডিয়ান তামিলনাড়ুর আদি বাসিন্দা। তবে তিনি এখন ওড়িশাতেই থাকেন। তাঁকে কটাক্ষ করে মোদী বলেছেন, ‘সারা ওড়িশা একজন ওড়িয়া মুখ্যমন্ত্রী চাইছে।’

 

 

ওড়িশায় বিজেডি-র শাসন শেষ হবে?

ওড়িশায় গত আড়াই দশক ধরে ক্ষমতায় আছে বিজেডি। তবে এবার ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি। এই কারণেই প্রচারে জোর দিয়েছেন মোদী

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন- 

বাংলা, ওডিশা ও তেলেঙ্গানায় স্বপ্ন সফল হবে বিজেপির? মিশন ৪০০ প্রজেক্টে সাবধানে খেলছে পদ্ম

'আগামী ৬ মাসের মধ্যে...একটা দল শেষ হয়ে যাবে', রাজ্যে এসে বিস্ফোরক দাবি মোদীর

YouTube video player