সংক্ষিপ্ত

শুক্রবার দেশের বিভিন্ন রাজ্য-সহ জম্মু ও কাশ্মীরেও লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এদিন জম্মু ও কাশ্মীরের উধমপুরে নজিরবিহীন ছবি দেখা গেল।

শুক্রবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দফায় ভোট গ্রহণ কেন্দ্রে দেখা গেল একাধিক নবদম্পতিকে। বিয়ের পোশাক পরেই শুক্রবার সকালে ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন নবদম্পতিরা। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পর তাঁরা অন্যদেরও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার বার্তা দেন। নবদম্পতিকে ভোটগ্রহণ কেন্দ্রে দেখে অন্যরাও উৎসাহিত হয়ে ওঠেন। উধমপুর লোকসভা কেন্দ্রের আওতায় রয়েছে উধমপুর, কাঠুয়া, রামবান, ডোডা ও কিশতওয়ার জেলা। শুক্রবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। খারাপ আবহাওয়া সত্ত্বেও ভোটগ্রহণ কেন্দ্রে বহু মানুষ হাজির হন। তাঁদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন নবদম্পতিরা।

বিয়ের পরের দিনই ভোট

বৃহস্পতিবার বিয়ে করেছেন উধমপুরের বাসিন্দা কপিল গুপ্তা। এরপর শুক্রবার সকালেই তিনি নব বিবাহিতা স্ত্রীকে নিয়ে ভোট দিতে হাজির হন। উধমপুরে জম্মু ও কাশ্মীর তপশিলী জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি উন্নয়ন পর্ষদের দফতরে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেন কপিল। তিনি বলেন, ‘ভোট দেওয়া আমাদের অধিকার। সবার আগে ভোট দিতে হবে। আমাদের সবারই ভোট দেওয়া উচিত।’ কপিলের মতোই উধমপুরের অন্য একটি ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন নবদম্পতি সাহিল ও রাধিকা। তাঁদের পরনেও ছিল বিয়ের পোশাক। ভোট দেওয়ার পর রাধিকা বলেন, ‘আমরা গতকাল বিয়ে করেছি। আমি স্বামীকে বলি, আমাদের ভোট দেওয়া উচিত। এই ভোটগ্রহণ কেন্দ্রে ভোটার তালিকায় আমার নাম নেই। আমি স্বামীকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে এসেছি। এরপর আমি নিজের ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেব।’

 

 

সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ

সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সারা দেশেই ভোটগ্রহণে উৎসাহ দেখা যাচ্ছে। ভোটদানের হার ভালো থাকবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের উত্তপ্ত উত্তর পূর্ব! মণিপুরে ভোট চলাকালীন হিংসা, ভোটকেন্দ্রে চলল পরপর গুলি

Rajinikanth: চেন্নাইয়ে ভোট দিলেন রজনীকান্ত, ঘিরে ধরলেন উচ্ছ্বসিত অনুরাগীরা, ভাইরাল ভিডিও

YouTube video player