সংক্ষিপ্ত
গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরা কি এবার সরাসরি রাজনীতির ময়দানে লড়াই করার জন্য তৈরি হচ্ছেন? এই ইঙ্গিতই দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে রাহুল গান্ধী হেরে গিয়েছিলেন, এবার সেখানেই কি প্রার্থী হচ্ছেন তাঁদের পরিবারের জামাই রবার্ট বঢরা? এই সম্ভাবনা বাড়ছে। রবার্ট নিজেই সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আমেঠি থেকে সাংসদ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। আমেঠির মানুষের সঙ্গে পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেছেন তিনি। আমেঠির বর্তমান সাংসদ স্মৃতি ইরানির তীব্র সমালোচনা করেছেন রবার্ট। তাঁর দাবি, আমেঠির মানুষ ভুল বুঝতে পেরেছেন। তাঁরা গান্ধী পরিবারের সদস্যকে সাংসদ হিসেবে ফিরিয়ে আনতে চাইছেন। কংগ্রেসের পক্ষ থেকে এখনও আমেঠির প্রার্থী ঘোষণা করা হয়নি। কেরালার ওয়েনাড়ে মনোনয়ন জমা দিয়েছেন রাহুল। তিনি যদি গতবারের মতো ওয়েনাড়ের পাশাপাশি আমেঠি থেকেও প্রার্থী না হন, তাহলে উত্তরপ্রদেশের এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন রবার্ট।
স্মৃতিকে তোপ রবার্টের
স্মৃতিকে তোপ দেগে রবার্ট বলেছেন, ‘আমেঠির বর্তমান সাংসদকে নিয়ে মানুষ হতাশ। তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। আমেঠির বর্তমান সাংসদ ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি অনেক কথা বলেন, গান্ধী পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। বছরের পর বছর ধরে গান্ধী পরিবার রায়বরেলি, আমেঠি, সুলতানপুরের জন্য অনেক কাজ করেছে। আমেঠির মানুষ এখন রাহুল গান্ধীর পরিবর্তে স্মৃতি ইরানিকে নির্বাচিত করার জন্য আক্ষেপ করছেন। আমার মনে হয়, তাঁরা প্রতিনিধি হিসেবে গান্ধী পরিবারেরই কাউকে চাইছেন। তাঁরা আমাকে বলেছেন, আমি যদি সাংসদ হতে চাই, তাহলে যেন আমেঠির কথা বিবেচনা করি।’
আমেঠির সঙ্গে আড়াই দশক ধরে যুক্ত রবার্ট
রবার্ট জানিয়েছেন, 'আমি ১৯৯৯ সালে প্রথমবার প্রিয়াঙ্কার সঙ্গে রাজনৈতিক প্রচারে আমেঠিতে গিয়েছিলাম। আমেঠির মানুষের সঙ্গে আমার এখনও যোগাযাোগ আছে। তাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আমার জন্মদিনে সমাজসেবামূলক কাজকর্মের ব্যবস্থা করেন তাঁরা।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'হিন্দুত্ববাদীদের জন্য কষ্ট পাচ্ছে দেশের সাধারণ মানুষ', আমেঠি থেকে বিজেপিকে নিশানা রাহুল গান্ধীর
ভোটে হারানোর পরেও আমেঠি থেকে রাহুলকে দূরে রাখতে চান, বড় পদক্ষেপ গ্রহণ করলেন স্মৃতি ইরানি
আমেঠি মুখ ফেরালেও রাহুল মনে রেখেছেন তাঁর পুরনো লোকসভা কেন্দ্রকে, লকডাউনে পাঠালেন ত্রাণ