The Office of Lokpal of India: দুর্নীতি-দমন করার লক্ষ্যে গঠন করা হয়েছে লোকপাল। এই সংস্থা এখনও ভালোভাবে কাজ শুরু করেনি। কিন্তু এরই মধ্যে লোকপালের বিলাসিতার জন্য বিপুল খরচ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
KNOW
Anti-corruption Ombudsman: দুর্নীতি-দমন, দুর্নীতির উপর নজরদারি, দুর্নীতির ঘটনা ঘটলে বা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়াই লোকপালের কাজ। কিন্তু সেই লোকপালের দফতর (The Office of Lokpal of India) থেকেই বিলাসবহুল বিদেশি গাড়ি কেনার পরিকল্পনার কথা জানানো হয়েছে। বিএমডব্লু ৩৩০ এলআই (BMW 330 Li Long Wheel Base) গাড়ি কেনার জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকে দরপত্রও আহ্বান করছে লোকপালের দফতর। শুধু বিএমডব্লু ৩৩০ এলআই নয়, আরও ছয়টি বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা করছে লোকপালের দফতর। মোট সাতটি কেনার জন্য পাঁচ কোটি টাকারও বেশি খরচ হবে। বিএমডব্লু ৩৩০ এলআই-এর দাম ৬০ লক্ষ টাকারও বেশি। বাকি গাড়িগুলির দামও অনেক। যে সংস্থার কাজ দুর্নীতি দমন করা, তাদের কেন এত বিলাসবহুল গাড়ি দরকার, সেই প্রশ্ন উঠছে।
আগামী মাসেই বিলাসবহুল গাড়ি কিনবে লোকপালের দফতর
লোকপালের দফতর সূত্রে জানা গিয়েছে, ১৬ অক্টোবর গাড়ি কেনার জন্য দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দরপত্র জমা পড়লে ৭ নভেম্বর সব দরপত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। লোকপালের জন্য গাড়ি ভারতে এসে পৌঁছলে বিএমডব্লু সংস্থার পক্ষ থেকে লোকপালের গাড়ির চালক ও কর্মীদের অন্তত সাতদিনের প্রশিক্ষণ দেওয়া হবে। কীভাবে গাড়ির যত্ন নেওয়া উচিত, কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং ঠিকমতো চালাতে হবে, সে বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হবে।
কাজ শুরু করার আগেই গাড়ি!
ভারতে প্রায় দেড় দশক আগে লোকপালের দাবি নিয়ে আন্দোলন শুরু হয়। তারপর বিভিন্ন রাজ্যে লোকপাল গঠন করা হলেও, কেন্দ্রীয় স্তরে এখনও লোকপাল গঠনের প্রক্রিয়া শেষ হয়নি। লোকপালের দফতরে কারা থাকবেন, এই সংস্থার কী ধরনের প্রশাসনিক ক্ষমতা থাকবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু তার আগেই গাড়ি কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকপালের বিলাসিতা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই এই বিলাসিতার সমালোচনা করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


