কর্ণাটকে চমৎকার! ব্রিজ তৈরির মাটি খুঁড়তেই বেরিয়ে আসলো বিষ্ণুর দশম অবতার মূর্তি ও শিবলিঙ্গ

কর্ণাটকের রায়চুর শহরের শক্তি নগরের কাছে কৃষ্ণা নদীর তলদেশ থেকে উদ্ধার হল দুটি প্রাচীন মূর্তি। একটি ভগবান বিষ্ণুর মূর্তি এবং অন্যটি ভগবান শিবের।

/ Updated: Feb 07 2024, 04:44 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কর্ণাটকের রায়চুর শহরের শক্তি নগরের কাছে কৃষ্ণা নদীর তলদেশ থেকে উদ্ধার হল দুটি প্রাচীন মূর্তি।  একটি ভগবান বিষ্ণুর মূর্তি এবং অন্যটি ভগবান শিবের। অনুমান করা হচ্ছে চালুক্য সাম্রাজ্য সময়কালের এই মূর্তি দুটি। রায়চুর-তেলেঙ্গানা সীমান্তে একটি সেতু নির্মাণের সময় মূর্তি উদ্ধার হয়েছে।