সংক্ষিপ্ত

নভেম্বরের শুরুতেই সুখবর শোনাল দেশের তেল কোম্পানিগুলি। সস্তা হল বানিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার। চলতি মাস থেকেই দেশের চার মহানগরে গ্যাস সিলিন্ডারের দামে বড় পরিবর্তন।

 

বিগত কয়েক মাসের ধারা বজায় রেখে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও কমল বানিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রত্যেক মাসের মত নভেম্বরেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার ও ঘরোয়া সিলিন্ডারের দাম প্রকাশ করল দেশের তেল কোম্পানিগুলি। কিন্তু গত ৩ মাসের মত এবারও আমজনতাকে হতাশ করে কমল না ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। অন্যদিকে সুখবর হোটেল, রেস্তোরাঁ মালিকদের জন্য। এক ধাক্কায় নামল বানিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। নভেম্বর থেকেই দেশের চার মেট্রো সিটি দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বইতে কার্যকর হবে নতুন দাম।

নভেম্বরের শুরুতেই সুখবর শোনাল দেশের তেল কোম্পানিগুলি। সস্তা হল বানিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার। চলতি মাস থেকেই দেশের চার মহানগরে গ্যাস সিলিন্ডারের দামে বড় পরিবর্তন। তবে এবারও হাসি ফুঁটল না মধ্যবিত্তের মুখে। নভেম্বরেও অপরিবর্তিত ঘরোয়া রান্নার গ্যাসের দাম।

কোন শহরে কত কমল রান্নার গ্যাসের দাম?

  • দিল্লি - ১১৫.৫ টাকা 
  • কলকাতা - ১১৩ টাকা 
  • মুম্বই - ১১৫.৫ টাকা 
  • চেন্নাই - ১১৬.৫ টাকা

দিল্লিতে আগে বানিজ্যিক গ্যাসের দাম ছিল ১৮৫৯.৫ টাকা, যা কমে দাঁড়াল ১৭৪৪ টাকায়। কলকাতায় নতুন দাম অনুযায়ী ১৮৪৪ টাকার পরিবর্তে ১৬৯৬ টাকায় মিলবে বানিজ্যিক গ্যাসের সিলিন্ডার। দাম কমানোর পর মুম্বইতে রান্নার গ্যাসের দাম ১৮৪৪ টাকা থেকে কমে দাঁড়াল ১৬৯৬ টাকায়। চেন্নাইতে ১৮৯৩ টাকার পরিবর্তে ২০০৯.৫০ টাকায় পাওয়া যাবে রান্নার গ্যাস।

দেশের চার মেট্রো সিটিতে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম কত হল?

  • দিল্লি - ১৭৪৪ টাকা 
  • কলকাতা - ১৯৯৫.৫০ টাকা
  •  মুম্বই - ১৬৯৬ টাকা 
  • চেন্নাই - ২০০৯.৫০ টাকা

উল্লেখ্য,গত ৬ জুলাই থেকে সারা দেশে ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। তবে কমেছে বানিজ্যিক সিলিন্ডারের দাম। সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করার জেরেই প্রভাব পরেছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে। বানিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন আসার জেরে কমবে হোটেল রেস্তোরাঁয় খাবার তৈরির খরচও। ফলে প্রভাব পড়তে পারে খাবারের দামেও।

কোন শহরে কত দাম ঘরোয়া গ্যাস সিলিন্ডারের?

  • দিল্লি - ১০৫৩ টাকা
  •  কলকাতা - ১০৭৯ টাকা
  •  মুম্বাই - ১০৫২.৫ টাকা
  •  চেন্নাই - ১০৬৮.৫ টাকা  

আরও পড়ুন - 

খড়গপুর আইআইটির ছাত্রের রহস্যমৃত্যু কি ব়্যাগিং-এর কারণে, আদালতের দ্বারস্থ হয়ে তদন্তের দাবি পরিবারের

"গোটা সাগরের জলও আমার হাতের রক্ত ধুয়ে ফেলতে পারবে না", নাটুকে ভঙ্গিমায় পার্থর জামিনের বিরোধিতা ইডির আইনজীবীর

উত্তর কোরিয়ার টার্গেট জাপান সাগর, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও মিলাইল উৎক্ষেপণ কিম জং উনের