Goa Nigh Club Fire Update: গোয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় তাইল্যান্ড থেকে আটক দুই ভাই। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার জন্য চলছে প্রস্তুতি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Goa Nigh Club Fire Update: অবশেষে তাইল্যান্ড থেকে আটক গোয়ার নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই ভাই। জানা গিয়েছে, উত্তর গোয়ার নাইট ক্লাবে দুর্ঘটনার পাঁচদিন পর তাইল্যান্ড থেকে আটক দুই ভাই সৌরভ ও গৌরভ লুথার। তাদের দ্রুত দেশে ফেরাতে এবার তাইল্যান্ডে যাওয়ার তোড়জোড় শুরু করল গোয়া পুলিশ। এদিকে বেপাত্তা দুই ভাইকে ধরতে বুধবারই লুকআউট কর্ণার নোটিশ জারির কথা জানায় গোয়ার বিজেপি শাসিত সরকার।
কী অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে?
গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় এবার ওই নৈশক্লাবের মালিক তথা দুই ভাই সৌরভ ও গৌরব লুথরাকে গ্রেফতারের জন্য কেন্দ্রের দ্বারস্থ প্রমোদ সায়ন্ত সরকার। সূত্রের খবর, নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটক সহ প্রাণ হারিয়েছেন মোট ২৫ জন। ঘটনার পর থেকেই বেপাত্তা অগ্নিকাণ্ডের শিকার হওয়া ক্লাবের দুই ভাই তথা মালিক সৌরভ ও গৌরব লুথরা।
গোয়া সরকার ও পুলিশ সূত্রে খবর, নৈশক্লাবের ওই দুই ভাই বর্তমানে তাইল্যান্ডে রয়েছেন। গ্রেফতারির ভয়তে তারা তাইল্যান্ডে পালিয়ে গিয়েছেন। এমনকি দেশে ফিরলে যাতে তাদের গ্রেফতার না করা হয় এরজন্য আইনজীবী মারফত আগাম জামিনের আবেদনও জানিয়েছেন তারা। যদিও দিল্লি আদালত সূত্রে খবর, অভিযুক্তদের আগাম জামিন এখনই মঞ্জুর করা সম্ভব হচ্ছে না। এবং বৃহস্পতিবার রয়েছে এই সংক্রান্ত মামলার শুনানি।
প্রসঙ্গত, উত্তর গোয়ার বার্চ বাই রোমিয়ো লেন নৈশক্লাবের মালিকানা মোট চার ভাগে বিভক্ত। লুথরারা ছাড়াও ওই ক্লাবের মালিক অজয় গুপ্ত এবং সুরেন্দ্র কুমার খোসলা। অগ্নিকাণ্ডের পরে অজয়ও আত্মগোপন করেছিলেন। কিন্তু তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। বুধবার অজয়কে আদালতে তোলা হলে গোয়া পুলিশের আবেদনে সাড়া দিয়ে বিচারক ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া সুরেন্দ্রের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। সুরেন্দ্র ব্রিটিশ নাগরিক বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


