সংক্ষিপ্ত
আজ মঙ্গলবার পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি হিসেবে পালিত হচ্ছে। প্রয়াগ থেকে গঙ্গাসাগর সর্বত্র ভিড় চোখে পড়ার মতো। এদিন নির্দিষ্ট সময় পবিত্র নদীতে ডুব দিয়ে স্নান করে পণ্য অর্জন করে থাকেন ভক্তরা।
কুম্ভের পুণ্য স্নান করতে ভিড় জমান হাজার হাজার মানুষ। মকর সংক্রান্তির দিন সাধারণ থেকে সাধু সন্ততি সকলে ভিড় জমান। এবার ১৪৪ বছর পর তৈরি হয়েছে বিশেষ যোগ। সে কারণে মধ্যরাত থেকে হরিদ্বারে পুণ্যার্থীদের ঢল নেমেছে। মকর সংক্রান্তির সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল ১০টার মধ্যেই অমৃত স্নান করেছে ১.৫ কোটি পুণ্যার্থী।
ত্রিবেণী সঙ্গমে ১৪৪ বছর পর মহাকুম্ভ স্নান করলেন পুণ্যার্থীরা। চার বছর পর কুম্ভ ছয় বছর পর অর্ধকুম্ভ ১২ বছর পর পূর্ণকুম্ভ আর সেই জায়গায় ১৪৪ বছর পর আসেল মহাকুম্ভ। আর স্বাধীন ভারতে এটাই প্রথম মহাকুম্ভ প্রয়াগরাজ হরিদ্বারে শুধুই পুণ্যার্ছীদের ঢল নেমেছে। সামিল হন সারা দেশের ভক্তরা।
এই স্থানে মেলা বসে প্রতিবারই। সোমবার থেকে শুরু হয়েছে সেই কুম্ভমেলা। চলবে সাত সপ্তাহ ধরে। ২৬ জানুয়ারি শেষ হবে মেলা। ফের ১২ বছরের অপেক্ষা পূর্ণকুম্ভমেলা। ১২ বছর অন্তর পূর্ণকুম্ঙমেলা আয়োজিত হয়। আর ৬ বছর অন্তর অর্ধকুম্ভমেলা আয়োজিত হয়। ২০১৩ সালে শেষ হয়েছিল পূর্ণ কুম্ভমেলা। ২০১৯ সালে হয়েছেল অর্ধ কুম্ভমেলা। জানা গিয়েছে, অন্তত ৩৫ কোটি তীর্থযাত্রী এই মেলায় যোগ দেবেন এবার।
বহুদিন ধরেই খবরে কুম্ভ মেলা। আগে থেকেই প্রস্তুতি নিয়েছে প্রশাসন। যাতে কোনও বিপদ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। গত রাত থেকেই সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। শুভ তিথিতে শুরু হয় পুণ্য স্নান। অমৃত স্নান করতে হাজার হাজার মানুষ ভিড় জমান। সরকারের পক্ষ থেকে জানানো হয় ১.৫ কোটি সকাল ১০টার মধ্যেই অমৃত স্নান করেন।