- Home
- India News
- ১ জানুয়ারি থেকে বদল হচ্ছে FD-র নিয়মে, বাম্পার অফার দিচ্ছে ব্যাঙ্কগুলো, শুনলে চমকে যাবেন
১ জানুয়ারি থেকে বদল হচ্ছে FD-র নিয়মে, বাম্পার অফার দিচ্ছে ব্যাঙ্কগুলো, শুনলে চমকে যাবেন
- FB
- TW
- Linkdin
চলতি বছরে শেষে একের পর এক ঝটকা। কদিন আগে খবরে এসেছে ব্যাঙ্কের সময় সূচি নিয়ে।
১ জানুয়ারি থেকে বদল হচ্ছে ব্যাঙ্ক খোলা ও বন্ধের নিয়ম। এবার সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক।
এবার ব্যাঙ্কের আরও এক নিয়ম এল প্রকাশ্যে। চলতি বছরের শেষ দিন থেকেই বিশেষ অফার দিচ্ছে ব্যাঙ্ক।
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং আইডিবিআই ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিট চালু করেছে। সেখানে সুদের হার শুনলে চমকে উঠবেন।
আইডিবিআই ব্যাঙ্ক নতুন নিয়ম নিয়ে এসেছে। তার নাম রয়েছে উৎসব ফিক্সড ডিপোজিট। এর সময় সীমা রয়েছে ৩০০ দিন, ৩৭৫ দিন, ৪৪৪ দিন এবং ৭০০ দিন।
এখানে সুদের হার একবার দেখে নিতে পারেন। ৩০০ দিনের সুদের ৭.০৫ শতাংশ। ৩৭৫ দিনের সুদের হার ৭.২৫ শতাংশ। ৪৪৪ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.৩৫ শতাংশ এবং ৭০০ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.২০ শতাংশ।
তেমনই সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫৫ শতাংশ, ৭.৫৫ শতাংশ, ৭.৮৫ শতাংশ এবং ৭.৭০ শতাংশ। এই সমস্ত সুদে সিনিয়র সিটিজেনরা ওপরের দিনের হিসেবে পাবেন।
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক নতুন বছর থেকে নতুন অফার চালু করছে। সেখানে ২২২ দিনের জন্য ৬.৩০ শতাংশ, ৩৩৩ দিনের জন্য ৭.২০ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
জেনারেল সিটিজেনরা ৭.৩০ শতাংশ করে সুদ পাবেন ৪৪ দিনের সময়ে। ৫৫৫ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৭.৪৫ শতাংশ করে।
৭৭৭ দিনের জন্য সুদের পার পাওয়া যাবে ৭.২৫ শতাংশ করে। ৯৯৯ দিনের জন্য সুদের হার পাওয়া যাবে ৬.৬৫ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাঙ্ক অতিরিক্ত ০.৫০ শতাংশ হারে সুদে দেবে। বিনিয়োগ ৩ কোটি টাকার নিচে হতে হবে। সময়সীমা থাকবে ১৮০ দিন বা তার বেশি।