বাচ্চার বয়স ৫ বছর হওয়ার আগেই করিয়ে নিন প্যান কার্ড, না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে
- FB
- TW
- Linkdin
শুধু যাঁরা চাকরি, ব্যবসা করেন তাঁদের জন্যই নয়, শিশুদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যান কার্ড
সব বয়সের ভারতীয় নাগরিকের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি প্যান কার্ড। শিশুদেরও প্যান কার্ড করিয়ে নেওয়া উচিত।
সন্তানের বয়স পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই প্যান কার্ড করিয়ে নেওয়া উচিত
সন্তানের বয়স পাঁচ বছর হওয়ার আগেই প্যান কার্ড করিয়ে নেওয়া উচিত। তাহলে এই গুরুত্বপূর্ণ সরকারি নথিই ভবিষ্যতে নানা কাজে লাগবে।
পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য মাইনর প্যান কার্ড করার সুযোগ দিচ্ছে আয়কর বিভাগ
মাইনর প্যান কার্ড পাঁচ বছরের কম বয়সি শিশুদের পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।
সন্তানকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, বিমা, বিনিয়োগের নমিনি করতে চাইলে প্যান কার্ড বাধ্যতামূলক
সন্তানের নামে কোনও বিনিয়োগ করতে চাইলে, নিজের কোনও বিনিয়োগ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্তানকে নমিনি করতে চাইলে প্যান কার্ড বাধ্যতামূলক।
বৃত্তি বা কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলেও প্যান কার্ড বাধ্যতামূলক
কোনও সরকারি বা বেসরকারি সংস্থা থেকে যদি আপনার সন্তান বৃত্তি পায়, কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে চায়, তাহলে প্যান কার্ড দরকার।
শিশু যে কোনও মাধ্যম থেকে অর্থ রোজগার করে, তাহলেও প্যান কার্ড বাধ্যতামূলক
এখন শিশুরাও অভিনয়, গান, নাচ, খেলার মাধ্যমে অর্থ রোজগার করে। এক্ষেত্রেও প্যান কার্ড দরকার।
শিশুদের প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে কী নথি দরকার হয় জেনে নিন
পাঁচ বছরের কম বয়সি ভারতীয় নাগরিকের প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে বয়সের প্রমাণ পত্র, ঠিকানার প্রমাণপত্র, স্বাক্ষর বা আঙুলের ছাপ, পাসপোর্ট সাইজ রঙিন ছবি দরকার।
বাড়িতে বসে সহজেই অনলাইনে শিশুর প্যান কার্ডের জন্য আবেদন করার সুযোগ রয়েছে
শিশুদের নতুন প্যান কার্ড করার জন্য কোথাও যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে সহজেই অনলাইনে আবেদন করা যায়।