
'অভিষেককে বাঁচাতেই মমতা এই কাণ্ড করেছে', বিস্ফোরক মন্তব্য গিরিরাজ সিংয়ের
আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে ফাইল ও হার্ড ড্রাইভ নিয়ে চলে আসে। এই ইস্যুতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মন্তব্য করেন 'অভিষেককে বাঁচাতেই মমতা ফাইল চুরি করেছে'।
আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে ফাইল ও হার্ড ড্রাইভ নিয়ে চলে আসে। এই ইস্যুতে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মন্তব্য করেন 'অভিষেককে বাঁচাতেই মমতা ফাইল চুরি করেছে'। তিনি জানান ওই ফাইল ও হার্ড ড্রাইভ ইডির হাতে লাগলে অভিষেক ফেঁসে যেত।