সংক্ষিপ্ত

শনিবার শেষ পর্বে ৭৮.৪৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। এদিন ছয় জেলার ২২টি বিধানসভা আসনে ৯২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন ভোটাররা।


অন্য চার রাজ্যের মতো বিধানসভা ভোটের আঁচে ফুটছে মণিপুরও। এদিকে দ্বিতীয় ও শেষ পর্বের ভোটে মণিপুরে একজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ভোটকে কেন্দ্র করে হিংসার ঘটনার কারণেই এই মৃত্যু বলে খবর। করং আসনে ইভিএম লুট করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এ ছাড়া ভোট চলাকালীন কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া গিয়েছে। শনিবার শেষ পর্বে ৭৮.৪৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। এদিন ছয় জেলার ২২টি বিধানসভা আসনে ৯২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন ভোটাররা। 

এদিকে করোনা কাঁটার কথা চিন্তা করে এবারের ভোটেও বেশ কিছু কড়াকড়ি করেছিল নির্বাচন কমিশন। কোভিড-১৯ এর সুরক্ষা প্রোটোকল অনুসরণ করে ১২৪৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছিল। এদিকে এদিন সবথেকে বেশি ভোট পড়েছে সেনাপতি জেলায়। এই জেলার তিনটি আসনে সর্বোচ্চ ৮২.০২ শতাংশ ভোট পড়েছে বলে জানা যাচ্ছে। একই সময়ে থৈবাল জেলায় ৭৮ শতাংশ ভোট পড়েছে। উখরুল ও চান্দেল জেলায় যথাক্রমে ৭১.৫৭ ও ৭৬.৭১ শতাংশ ভোট পড়েছে। তবে, তামেংলং-এ সবচেয়ে কম ভোটা পড়েছে। এখানে ভোটদানের হার ৬৬.৪০ শতাংশ। একই সময়ে, রাজ্যের সবচেয়ে ছোট জেলা জিরিবামে ৭৫.০২ শতাংশ ভোট পড়েছে বলে জানা যাচ্ছে। এর আগে, প্রথম ধাপে, ২৮ ফেব্রুয়ারি ৬০ টি বিধানসভা আসনের মধ্যে ৩৮টিতে ভোট হয়েছিল।

আরও পড়ুন- রাশিয়ান মহাকাশযান থেকে মুছে গেল আমেরিকা-জাপান-ব্রিটেনের পতাকা, রইল ভারতের তেরঙা পতাকা

আরও পড়ুন- “উনি নামেই যোগী, কিন্তু কর্মে ভোগী”, অখিলেশের প্রচারে ফের ঝড় তুলে বিজেপি তীব্র আক্রমণ মমতার

দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে এক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে বিজেপি সমর্থককে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে। এই খবর ছড়িয়ে পড়তে হিংসার বাতাবরণ তৈরি হয়ে যায় গোটা রাজ্যে। এই প্রসঙ্গে একজন পুলিশ কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর ২৫ বছর বয়সী অম্বুবা সিংকে শনিবার ভোরে এখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।অন্য একটি ঘটনায়, মণিপুরের ইম্ফলের লামফেল এলাকায় বহিষ্কৃত বিজেপি নেতা সি বিজয়ের বাড়িতে কিছু অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে বলে জানা যায়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনার কারণেই রাজনৈতিক মহলে ছিল তীব্র উত্তেজনা। এদিকে ভোটের ফল বেরোনোর পর রাজনৈতিক ভাবে উত্তপ্ত এই রাজ্যে মানুষের রায় কোনদিকে থাকে এখন সেটাই দেখার। 

আরও পড়ুন- নির্দলের বিজয় মিছিলে তৃণমূলের হামলা, পাল্টা নির্দলীদের বিরুদ্ধে পার্টি অফিসে হামলার অভিযোগ তৃণমূলের