সংক্ষিপ্ত
বিশ্বজুড়ে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই তিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্যা হওয়ায় সারা বিশ্বের মানুষই বিরক্ত।
বুধবার রাতে হঠাৎ বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিল। ভারত-সহ বিভিন্ন দেশের ৫০ হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা লগ ইন করতে পারছেন না এবং কিছু আপলোড করতে পারছেন না। হোয়াটসঅ্যাপও লগ আউট হয়ে গিয়েছিল। এখন হোয়াটসঅ্যাপের সমস্যা কিছুটা মিটলেও, ফেসবুকের সমস্যা পুরোপুরি মেটেনি। ইনস্টাগ্রামের সমস্যা অবশ্য মিটেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম, এই তিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই মেটার অধীনে আছে। এখনও পর্যন্ত মেটার পক্ষ থেকে এই সমস্যার বিষয়ে কিছু জানানো হয়নি। ২৩ হাজারেরও বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা কিছু করতে পারছেন না।
হোয়াটসঅ্যাপ ওয়েবে সমস্যা
যাঁরা ল্যাপটপ ও ডেস্কপটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁরা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না। লগ আউট হয়ে গিয়েছে। কোনও মেসেজই দেখা যাচ্ছে না। বুধবার রাত ১০টা বেজে ৫৮ মিনিটে লগ আউট হয়ে যায় ফেসবুক। এরপর থেকেই লগ ইন করতে সমস্যা হচ্ছে। কোনও পোস্ট দেখা যাচ্ছে না, কমেন্ট করা যাচ্ছে না, মেসেজ দেখা যাচ্ছে না। মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপেও ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না। হঠাৎ কী কারণে এই সমস্যা হল, সেটা এখনও জানা যায়নি।
মেটা ডাউন
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ একসঙ্গে মেটা সংস্থার অধীনে আসার পর থেকে একাধিকবার সমস্যা হয়েছে। একসঙ্গে এই তিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্যা দেখা দেওয়ায় সারা বিশ্বের মানুষ বিরক্ত হয়ে উঠেছেন। তবে খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে বলে আশা করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কারণ, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারলে সারা বিশ্বের মানুষ হাঁসফাঁস করতে থাকেন। সবার এমনই আসক্তি হয়ে গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
এক সপ্তাহে দু'বার, মাত্র ৪ দিনের মধ্যে দ্বিতীয়বার ডাউন হলো ফেসবুক ইনস্টাগ্রাম
Facebook Account: নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরুদ্ধার করুন এই উপায়ে