সংক্ষিপ্ত

তিরুপতি মন্দিরে মর্মান্তিক ঘটনা। 

টিকিট কাটার লাইনে চূড়ান্ত বিশৃঙ্খলা এবং তার জেরেই পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু। 

টিকিট বিলি ঘিরে কার্যত হুড়োহুড়ি। তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৬ জনের। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া এই ঘটনায় জখম হয়েছেন অনেকেই। আপাতত তারা সকলেই ভর্তি আছেন হাসপাতালে। ইতিমদহ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। এদিকে আহতদের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবারই তিরুপতি যাওয়ার কথা রয়েছে তাঁর।

বৈকুণ্ঠ একাদশীর সময়, বৈকুণ্ঠদ্বার দর্শনের সুযোগ পান পুণ্যার্থীরা। তবে তিরুপতি মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। আর তাই বুধবার সকাল থেকেই ওই টিকিট সংগ্রহের জন্য ভিড় জমাতে শুরু করে দেন অনেকেই।

এদিন সন্ধ্যায় টিকিট কাউন্টারের সামনে কমপক্ষে ৪ হাজারেরও বেশি মানুষের ভিড় ছিল। বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির সময় বেঁধে যায় গণ্ডগোল। আর তখনই টোকেন নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। পদপিষ্ট হয়ে জখম হয়েছেন একাধিক। তাদের উদ্ধার করে শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার, তিরুপতিতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আহতদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি।

এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন পুণ্যার্থীরা।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।