সংক্ষিপ্ত

গত কয়েক দশক ধরে ভারতে নানা সংস্থার 'হেলথ ড্রিঙ্ক' হিসেবে যে পাউডার বিক্রি হয়, সেগুলি এবার থেকে আর এই তালিকায় থাকছে না। বাণিজ্য ও শিল্প মন্ত্রক নতুন নির্দেশিকা জারি করেছে।

ভারতে ই-কমার্স প্ল্যাটফর্মে 'হেলথ ড্রিঙ্ক' হিসেবে যে সমস্ত পানীয় রয়েছে, সেগুলিকে এই তালিকা থেকে সরিয়ে দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক। জনপ্রিয় হেলথ ড্রিঙ্ক বোর্নভিটাও এখন থেকে আর হেলথ ড্রিঙ্ক হিসেবে পরিচিত হবে না। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ‘২০০৫ সালে শিশু অধিকার রক্ষা কমিশনের ৩ নম্বর ধারা অনুসারে গঠিত সংস্থা জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন ২০০৫ সালের শিশু অধিকার রক্ষা কমিশনের ১৪ নম্বর ধারা অনুযায়ী তদন্ত করে জানিয়েছে, ২০০৬ সালে খাবারের সুরক্ষা ও মান সংক্রান্ত যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী কোনও হেলথ ড্রিঙ্ক নেই। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া ও মন্ডেলেজ ইন্ডিয়া ফুড প্রাইভেট লিমিটেড এই রিপোর্ট দিয়েছে। ফলে সব ই-কমার্স সংস্থাকে বোর্নভিটা-সহ সব পানীয়কে হেলথ ড্রিঙ্কের তালিকা থেকে সরিয়ে ফেলতে হবে।’

কড়া ব্যবস্থা এফএসএসএআই-এর

এফএসএসএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘যে পানীয়গুলিতে প্রাথমিক উপাদানের পাশাপাশি কৃত্রিম উপাদানও থাকে, সেই ধরনের পণ্যগুলি ই-কমার্স ওয়েবসাইটে হেলথ ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্ক হিসেবে বিক্রি করা হয়। ২০০৬ সালের এফএসএস আইনে কোথাও হেলথ ড্রিঙ্ক সম্পর্কে কিছু বলা নেই। এই কারণে এফএসএসএআই সব ই-কমার্স সংস্থাকে পরামর্শ দিয়েছে, এই ধরনের পানীয়গুলিকে হেলথ ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্কের তালিকা থেকে সরিয়ে দিতে হবে। যে খাবার বা পানীয়গুলিতে কৃত্রিম উপাদান মেশানো থাকে, সেই খাবার ও পানীয়গুলিকে হেলথ ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্ক বলা যাবে না।’

গ্রাহকদের স্বার্থেই সিদ্ধান্ত, জানাল এফএসএসএআই

এফএসএসএআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মানুষের যাতে সব ধরনের খাবার ও পানীয় সম্পর্কে ঠিক ধারণা থাকে, সেটা নিশ্চিত করার জন্যই ই-কমার্স সংস্থাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Protein Supplements: নিয়মিত প্রোটিন সাপলিমেন্ট নেন? বিষ খাচ্ছেন না তো?

গরম থেকে আরাম পেতে কনকনে ঠাণ্ডা জল পান করলে সাবধান, সঙ্গে সঙ্গে জাঁকিয়ে বসবে এই সমস্যা

Expired Medicine: মাত্র এক মাসের মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবন করাও কি ক্ষতিকর? জানুন ওষুধ রাখার সঠিক নিয়ম