সংক্ষিপ্ত
চূড়ান্ত অত্যাচারিত হয়ে অবশেষে নাবালক তার মাকে সব কথা জানায় ৷ কাকিমার কাণ্ড জানার পর চমকে ওঠেন পরিবারের লোকেরা ৷
দীর্ঘ দিন ধরে কাকার অনুপস্থিতিতে ভাইপোকে ধর্ষণ। ৪০ বছর বয়সি কাকিমার অত্যাচারে বিধ্বস্ত ১৬ বছরের কিশোর। যৌন নির্যাতনের বিরুদ্ধে মূখ খুললে জুটত প্রচণ্ড মার! চূড়ান্ত নিন্দাজনক ঘটনার সাক্ষী থাকল বাণিজ্যনগরী মুম্বই।
-
১৬ বছর বয়সি নাবালককে ধর্ষণ করে চলছিলেন ৪০ বছর বয়সি মহিলা৷ বিগত প্রায় একবছর ধরে তাঁর যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে নির্যাতিত নাবালক ৷ উত্তর প্রদেশে নিজের বাবা মায়ের সঙ্গে থাকত ওই কিশোর। সম্প্রতি সে মুম্বই শহরে এসেছিল এক আত্মীয়ের বাড়িতে ৷ বিগত ১ বছর ধরে সেখানেই সে থাকত। কিন্তু, নিজের স্বামীর অনুপস্থিতিতে সেই বাড়ির গৃহিণী তার ওপরে দীর্ঘদিন শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ পরিবারের ৷
-
মুম্বইয়ের তারদেও এলাকায় নিজের কাকু কাকিমার বাড়িতে এসেছিল নাবালক, ইচ্ছে ছিল মুম্বই শহর ঘুরে দেখা। সেজন্য তার বাবা-মা তাকে পাঠিয়ে দিয়েছিলেন কাকু-কাকিমার বাড়িতে ৷ অভিযোগ, কাকুর বাড়িতে আসার বেশ কয়েকদিন পর থেকেই কাকার অনুপস্থিতিতে কাকিমা তাকে ধর্ষণ করত। কথা না শুনলে নাকি তাকে মারধরও করত কাকিমা ৷ শুধু তাই নয়, প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিল অভিযুক্ত কাকিমা ৷
-
প্রথম দিকে ভয় পেয়ে মুখ বুজে সব অত্যাচার সহ্য করত ওই কিশোর। নিজের কাকুকেও কিছু বলতে পারেনি সে ৷ কিন্তু, এর ফলে অত্যাচার ক্রমশ বাড়তেই থাকে। চূড়ান্ত অত্যাচারিত হয়ে অবশেষে নাবালক তার মাকে সব কথা জানায় ৷ কাকিমার কাণ্ড জানার পর চমকে ওঠেন পরিবারের লোকেরা ৷ তড়িঘড়ি তাঁরা ছেলের কাছে চলে আসেন মুম্বইতে ৷ তারপরেই কাকিমার বিরুদ্ধে নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷
নির্যাতিত ব্যক্তি নাবালক হওয়ার কারণে পকসো (POCSO) আইনের ধারাও যুক্ত হয়েছে কাকিমার বিরুদ্ধে। মুম্বইয়ের সিনিয়র পুলিশ অফিসার বিবেক শিন্ডের তত্ত্বাবধানে শুরু হয়েছে তদন্ত ৷ তারদেও থানার অ্যাসিসট্যান্ট পুলিশ অফিসার শঙ্কর প্যাটেল বলেছেন, "দুদিন আগে ঘটনার কথা প্রকাশ্যে আসে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ আমরা তদন্ত শেষ হলে, তারপর এই বিষয়ে কিছু বলতে পারব ৷"
-
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।