সংক্ষিপ্ত

সম্প্রতি সিদ্দিকী তার এক বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত দেন যে ভারতবর্ষে কোথাও সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষিত নয়। সোমবার তার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন ,সব সংখ্যালঘুরাই ভারতে সুরক্ষিত

সম্প্রতি সিদ্দিকী তার এক বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত দেন যে ভারতবর্ষে কোথাও সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষিত নয়। সোমবার তার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন ,' সমস্ত সংখ্যালঘু গোষ্ঠী একমাত্র সুরক্ষিত ভারতবর্ষেই , বিশ্বের যেকোনো জায়গার চেয়ে বেশি সুরক্ষিত তারা ভারতবর্ষে। বিরোধী দলগুলি এতদিন সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে তুষ্টির রাজনীতি করেছে। তাই বিজেপি বিরোধী দলগুলি এখন এমন অপব্যাখ্যা করছে। তাই আরজেডির জাতীয় সাধারণ সম্পাদক আব্দুল বারী সিদ্দিকীর এই মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন। এরসঙ্গে তিনি আরও বলেন যে সিদ্দিকী যেগুলির ইঙ্গিত করছেন সেগুলিসহ সংখ্যালঘু গোষ্ঠীরা যে দেশে অত্যন্ত নিরাপদ , তা একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়বদ্ধতার সঙ্গে জানিয়েছেন তিনি। '

এছাড়া কিছুদিন আগে সন্তানদের বিদেশে থেকে যাওয়ার পরামর্শ দিয়ে যে মন্তব্য তিনি করেছিলেন জনসম্মুখে সে নিয়ে সিদ্দিকী প্রশ্ন তুললে তিনি তার জবাবে বলেন ,'দেশের পরিবেশের কারণে তিনি এমন মন্তব্য করেছিলেন ,সেটিকে ব্যাখ্যা করা হয়েছে অন্যভাবে। '

তিনি কংগ্রেস ও আরজেডিকে একসঙ্গে কটাক্ষ করে বলেন যে আরজেডি ও তার মিত্র পার্টি কংগ্রেস নির্বাচনী লাভের জন্য কিছু মানুষের সহানুভূতি পেতে সংখ্যালঘু সম্প্রদায়দের নিয়ে এমন প্রোপ্যাগান্ডা রটিয়েছে। আসলে তারা তুষ্টির রাজনীতি করে এসেছে এতদিন। দেশভাগও হয়েছে এই তুষ্টির রাজনীতির জন্যই। এমনকি এই তুষ্টির রাজনীতি করার জন্য প্রধান দোষী হলেন গান্ধীজি। তাই ভারত থেকে পাকিস্তানকে ছেঁটে ফেলা হয়েছিল বা এই তুষ্টির রাজনীতি চালিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র কিছু স্বার্থান্বেষী মানুষের স্বার্থসিদ্ধির জন্য।'