- Home
- India News
- মমতাকে টেক্কা মোদীর, মাসিক ভাতার সঙ্গে প্রতি মাসে মিলবে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, দেখে নিন কারা পাবেন
মমতাকে টেক্কা মোদীর, মাসিক ভাতার সঙ্গে প্রতি মাসে মিলবে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, দেখে নিন কারা পাবেন
- FB
- TW
- Linkdin
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্পের উদ্বোধন। চালু করেন একাধিক ভাতা।
রাজ্যবাসীর সুবিধার্থে নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন মমতা সরকার। যার খ্যাতি সর্বত্র। এবার মমতাকে টেক্কা দিচ্ছেন মোদী।
প্রতি মাসে বিনামূল্যে বিদ্যুৎ দেবে মোদী করকার। এবার দেখে নিন কারা পাবেন সুবিধা। কীভাবে আবেদন করবেন। রইল বিস্তারিত।
খ্যাতি পেয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। যে সকল পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ থেকে দেড় লক্ষ তারা আবেদন করতে পারেন।
পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি না করলে এবং আয়কর প্রদানকারী না হলে আবেদন করতে পারেন।
আবেদন করতে প্রয়োজন আধার কার্ড, বেসিক অ্যাড্রেস প্রুফ, আয়ের শংসাপত্র, রেশন কার্ড, মোবাইল নম্বর ও বিদ্যুৎ বিল।
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা-র জন্য আবেদন করতে হবে অনলাইনে। pmsuryaghar.gov.in ওয়েবসাইটে যান। সেখানে লগ ইন করলে ফর্ম পাবেন।
সেই ফর্ম ফিলআপ করুন এবং প্রয়োজনীয় সকল নথি আপলোড করুন। এতে মিলবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সুবিধা।
এই স্কিমটি উত্তরপ্রদেশে ঘোষণা করেছেন মোদী। এই প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় যারা আসবেন তাদের বাড়িতে সোলার সিস্টেম বসানো হবে।
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা-র সাহায্যে মাসে ৩০০ ইউনিট করে ফ্রি পাবেন সকলে।