Immigration and Foreign Nationals Amendment Bill: এই দেশেও আসতে চলছে কড়া অভিবাসন ও বিদেশি নাগরিক আইন । অনুপ্রবেশ রুখতেই এই পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার (Nodi Govt.)। মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল।
Immigration and Foreign Nationals Amendment Bill: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথেই হাটতে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মার্কিন মুলুকের মত এবার এই দেশেও আসতে চলছে কড়া অভিবাসন ও বিদেশি নাগরিক আইন (New Immigration & Foreigners Bill)। অনুপ্রবেশ রুখতেই এই পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার (Nodi Govt.)। মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিচ্যানন্দ রাই (Nityananda Rai) বিলটি লোকসভায় (Parliament)পেশ করেছে। কিন্তু কেন্দ্রের এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বিলটি পেশ করেছেন। তিনিটি বেশ করে দাবি করেছেন শতাব্দী প্রচানী অভিবাসন আইনের সরলীকরণ ও জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা ও অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই এই বিল আনা হচ্ছে। পাসপোর্ট ভারতে (প্রবেশ আইন) ১৯২০, বিদেশি নিবন্দন আইন , ফেরেনার্স অ্যাক্ট , অভিবাসন আইন , অভিবাসন দায়বদ্ধতা আইন ২০০০- এই চারটি আইন বাতিল করা হচ্ছে। যদিও বিরোধীদের দাবি মূলত বাংলাদেশ থেকে ভারতে এসে বসবসার করা বাংলাদেশি মুসলিমদের ধরপাকড় করাই কেন্দ্রের এই নয়া আইনের লক্ষ্য।
বিলে যা যা রয়েছে-
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিলে রয়েছে-
১। কোনও বিদেশি যদি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ভারতে থেকে যান তাহলে তাঁর তিন পর্যন্ত জেল হতে পারে। সঙ্গে তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। দালালদের ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হওয়ার কথা রয়েছে।
২। অনুপ্রবেশকারীদের জন্য কারাবাস আর জরিমানার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে ৫ বছর পর্যন্ত জেল আর ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
৩। কোনও বিদেশি যদি ভারতীয় হাসপাতাল আর শিক্ষাপ্রতিষ্ঠানে থাকেন তাহলে সংশ্লিষ্টকে তা সেই প্রতিষ্ঠানকে জানাতে হবে।
৪। কোনও বিদেশি যদি ভাড়া থাকেন তাহলে বাড়ির মালিককেও তা জানিয়ে রাখতে হবে। মালিক সেই বিষয়টি প্রশাসনকে জানাবে।
৫। ইমিগ্রেশন অফিসারদের বিনা পরোয়ানাতেই অভিযুক্তদের গ্রেফতারর করার ক্ষমতা দেওয়া হচ্ছে।
৬। কোনও অভিবাসী ব বিদেশি নাগরিকের ভারত সরকারে বিরোধী কোনও অবস্থান নেওয়ার রেকর্ড থাকতে তাদের ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রয়েছে।
তবে বিলটি আইনে পরিণত হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে।
বিরোধীদের এই বিল নিয়ে সরব হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এই আিন নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করবে। বিল পেশের পর কংগ্রেসের সাংসদ মণীশ তিওয়ারি বলেছেন, বিলটি সর্বানাশা ও দমনমূলক বিল। কোনও ভারতীয় যদি সমালোচনার ইতিহাস থাকে তাহলে তাঁকে আর এই দেশে ঢুকতে দেওয়া হবে না। তৃণমূল নেতা সৌগত রায়ের বক্তব্য অভিবাসন নিয়ে অনেকগুলি আইন রয়েছে। তাই নতুন আইনের আর প্রয়োজন নেই।


