Asianet News Bangla

এই পাঁপড় খেলেই দূরে থাকবে করোনা, কেন্দ্রীয় মন্ত্রীর আজব দাবিতে অস্বস্তিতে খোদ মোদী সরকার

  • এবার করোনা আটকাতে নয়া অস্ত্র 
  • পাঁপড় খাও করোনা ভাগাও বলছেন কেন্দ্রীয় মন্ত্রী
  • কীভাবে এই পাঁপড় শরীরে কাজ করবে তার ব্যাখ্যাও দিলেন
  • ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরল সেই ভিডিও
MoS Arjun Ram Meghwal launches Bhabhiji papad says it can help develop antibodies against Covid 19 BSS
Author
Kolkata, First Published Jul 24, 2020, 5:08 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

দীর্ঘ প্রায় ৫ মাস ধরে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে ভারত। প্রত্যকেই চাইছেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়িয়ে তুলতে। আর এই পরিস্থিতিতে এক কেন্দ্রীয় মন্ত্রীর কাজের জেরে বেশ বেকায়দায় মোদী সরকার।

আরও পড়ুন: তিন তিনটি হাসপাতালে জায়গা হল না স্বয়ং করোনা যোদ্ধার, বিনা চিকিৎসায় মৃত্যু এবার ডাক্তারের

সংসদ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল নতুন একটি পাঁপড়ের ব্র‌্যান্ডের উদ্বোধনের সময় দাবি করেছেন, ওই পাঁপড় খেলে শরীরে কোভিড–১৯–এর অ্যান্ডিবডি তৈরি হবে। সেই পাঁপড়ের নাম আবার ভাবিজি পাঁপড়, সোজা বাংলায় অনুবাদ করেল দাঁড়ায় বৌদির পাঁপড়। রাজস্থানের বিকানের বিজেপি সাংসদকে   ভিডিও ফুটেজে বলতে শোনা গিয়েছে, ‘‌এটা করোনাভাইরাসের সঙ্গে লড়ার জন্য কার্যকর।’‌ শুধু তাই নয়, ওই পাঁপড়ের বিশেষ স্বাস্থ্য বিষয়ক গুণাগুণও ব্যাখ্যা করে মেঘাওয়াল বলেছেন, ওই বিশেষ পাঁপড় আত্মনির্ভর অভিযানের আওতায় তৈরি হয়েছে।

 

 তাঁর পাঁপড় উদ্বোধনের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই দাবি শুনে তাজ্জব হয়ে যান অনেকেই৷ প্রশংসার চেয়ে কাজের সমালোচনা শুরু হয়েছে বিস্তর৷  নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় খোঁচাও মারতে শুরু করে দিয়েছেন। মন্ত্রীর কাজে অস্বস্তিতে পড়ে গিয়েছে তাঁর দল  বিজেপিও৷

আরও পড়ুন: সুস্থ হওয়ার পর কাটেনি ২ মাসও, ফের করোনা আক্রান্ত দিল্লি পুলিশের আধিকারিক

ভারতে ক্রমাগত বেলাগাম হয়ে যাচ্ছে  করোনা সংক্রমণ ৷ অন্যদিকে, স্বাস্থ্যবিধি না মানা নিয়ে একাধিক অভিযোগের সঙ্গে ভেসে আসছে করোনা রুখতে নানা আজব পরামর্শও ৷ কেউ দাবি করছেন আধঘণ্টা রোদে বসলে করোনা সেরে যাবে তো কেউ বলছেন গোমূত্র খেতে৷ কেউ আবার বলছেন নাকে সরষের তেল দিলে করোনা আর কাছে ঘেঁষতে পারবে না ৷ এবার করোনা আটকাতে নয়া অস্ত্র পাঁপড়ের কথা বললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী ৷ দেশের দলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা দূষণ দূরীকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দাবি করলেন , এই পাপড় খেলে শরীরে আপনা থেকেই তৈরি হবে অ্যান্টিবডি৷ যা করোনার বিরুদ্ধে লড়াইয়ে কাজে আসবে৷ 

Follow Us:
Download App:
  • android
  • ios