Viral Video: বাচ্চা ভাল্লুককে গাছ থেকে আপ্রাণ চেষ্টা করছে মা ভাল্লুক, দেখুন মজার ভিডিও

একটি বাচ্চা ভাল্লুক গাছের মগডালে বসে। এই ঘটনাই দেখছে আরও একটু ভাল্লুক শাবক। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্তা সুসান্ত নন্দা এই ভিডিওটি শেয়ার করেছেন টুইটার।

/ Updated: Nov 26 2023, 07:09 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

একটি বাচ্চা ভাল্লুক গাছের মগডালে বসে।  হয়তোবা ছোট্ট ভাল্লুকের রাগ হয়েছে। মায়ের অবাধ্য ভাল্লুক। মা গাছ থেকে তাকে নামানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু তাতে  রাজি নয়। এই ঘটনাই দেখছে আরও একটু ভাল্লুক শাবক। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্তা সুসান্ত নন্দা এই ভিডিওটি শেয়ার করেছেন টুইটার। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।