তৃতীয় সন্তান হলেই তিনি সংশ্লিষ্ট মায়ের হাতে তুলে দেবেন ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট। যদি সন্তান পুত্র হয়, তাহলে অতিরিক্ত একটি গরুও উপহার হিসেবে দেওয়া হবে। সরকারি তহবিল থেকে নয়, বরং নিজের বেতন থেকেই এই অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন সাংসদ।
তৃতীয় সন্তানের জন্ম হলে মিলবে ৫০০০০ টাকা । আর যদি সেই সন্তান পুত্র হয় তবে উপহার হিসেবে পাওয়া যাবে গরু। সাংসদের এই ঘোষণায় একেবারে হইচই পড়ে গিয়েছে সোস্যাল মিডিয়ায়। সরকারি তহবিল থেকে নয়, বরং নিজের বেতন থেকেই এই পুরস্কারের অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন সাংসদ।
দক্ষিণ ভারতে জনসংখ্যা হ্রাস নিয়ে উদ্বেগের ছায়া। এই পরিস্থিতিতে জনসংখ্যা বৃদ্ধির জন্য উৎসাহ দিতে এক অভিনব পদক্ষেপ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের এক টিডিপি সাংসদ। তৃতীয় সন্তান জন্মালে নগদ ৫০ হাজার টাকা এবং পুত্র সন্তান হলে অতিরিক্ত একটি গরু উপহার দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
জনসংখ্যা হ্রাসের বিষয়টি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। গত শনিবার তিনি ঘোষণা করেছেন যে, এখন থেকে সন্তান সংখ্যা নির্বিশেষে মাতৃত্বকালীন ছুটি পাবেন সব প্রসূতিই। এর আগে পর্যন্ত এই ছুটি পাওয়া যেত মাত্র দুটি সন্তানের জন্মের ক্ষেত্রেই । এবার আরও একধাপ এগিয়ে টিডিপি সাংসদ আপ্পালা নাইডু ঘোষণা করেছেন, তৃতীয় সন্তান হলেই তিনি সংশ্লিষ্ট মায়ের হাতে তুলে দেবেন ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট। যদি সন্তান পুত্র হয়, তাহলে অতিরিক্ত একটি গরুও উপহার হিসেবে দেওয়া হবে। রবিবার নারী দিবসের এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন আপ্পালা। তিনি জানিয়েছেন, সরকারি তহবিল থেকে নয়, বরং নিজের বেতন থেকেই এই পুরস্কারের অর্থ দেবেন।
সাংসদের এই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। সাংসদের এই পদক্ষেপের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও। জনসংখ্যা বৃদ্ধির পক্ষে সাফাই গেয়ে নাইডু সম্প্রতি বলেছিলেন, "একসময় পরিবার পরিকল্পনার কথা বলতাম আমি নিজেই"। জনসংখ্যা বৃদ্ধির জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে টিডিপি সাংসদের এই ঘোষণাকে অনেকেই অভিনব এবং প্রশংসনীয় বলে মনে করছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাংসদের এই প্রস্তাব। টিডিপির সদস্য ও সমর্থকরাও তাঁর পোস্ট শেয়ার করতে শুরু করেছেন। এমনকী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও সাংসদের এই প্রস্তাবের প্রশংসাও করেছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
