মানবিক দৃশ্য! অসুস্থ মহিলাকে কাঁধে তুলেই ছুটলেন আরপিএফ আধিকারিক! দেখুন ভিডিও

মুম্বইয়ের বোরেভেলি স্টেশন এক মানবিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকল। স্টেশনে ট্রেন ধরার তাড়া ছিল এক মহিলা যাত্রীর। তার সবথেকে বেশি প্রয়োজন ছিল একটি হুইল চেয়ারের। সদ্য অপারেশন হয়েছে তাঁর, ফলে জোরে হাঁটার ক্ষমতা নেই।

Web Desk - ANB | Updated : Jul 04 2023, 06:15 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুম্বইয়ের বোরেভেলি স্টেশন এক মানবিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকল। স্টেশনে ট্রেন ধরার তাড়া ছিল এক মহিলা যাত্রীর। তার সবথেকে বেশি প্রয়োজন ছিল একটি হুইল চেয়ারের। সদ্য অপারেশন হয়েছে তাঁর, ফলে জোরে হাঁটার ক্ষমতা নেই। সেদিন ষ্টেশনে তিনি কোন হুইল চেয়ার পাননি। ফলে ট্রেন ধরা প্রায় দুস্কর হয়ে ওঠে এই মহিলা যাত্রীর কাছে। ঘটনার খবর যায় আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কাছে। ছুটে আসেন এএসআই মান সিং। ওই মহিলাকে কোলে তুলে নেন মান সিং। মহিলা যাত্রীকে কার্যত কোলে তুলে ট্রেনের বগিতে নিয়ে যান। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এএসআই মান সিংকে।

Related Video