রাতে বাড়ির সামনে বাইক রেখে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে বাড়ির বাইরে বাইক না দেখতে পেয়ে মাথায় যেন বাজ ভেঙে পড়ে বীরমনির । বীরমণি এবং পরিবারের সদস্যরা বাড়ির আশপাশ সহ গোটা গ্রাম খুঁজলেও বাইকের সন্ধান না পেল না।
চোরের 'ভদ্রতা' দেখে অবাক সকলে। সেই সঙ্গে একটি চিঠিও মেলে, সেই চিঠিতে চোর যে ভাষায় নিজের অনুভূতি ব্যাখা করেছে তাতে তার প্রতি করুণা হওয়ার মতো। এই খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই নানা মন্তব্য ভেসে আসছে। অনেকেই চুরি করা গাড়ি ফেরত দিয়ে সঙ্গে ১৫০০ টাকা দেওয়ার মত ঘটনাকে নজির বিহীন ঘটনা বলছেন ।
বাইক চুরি হওয়ার ঘটনা হামেশাই ঘটে। দেশের নানাপ্রান্ত থেকে মেলে বাইক চুরির খবর । তবে বাইক চুরি করে ১৫০০ টাকা সহ চিঠি লিখে চোরের গাড়ি ফেরত দেওয়ার ঘটনা শোনা গিয়েছে বলে অনেকেই মনে করতে পারছেনা না। এমনই এক আশ্চর্যজনক ঘটনাই ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায়। যা ইতিমধ্য়েই ভাইরাল সোস্যাল মিডিয়ায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সূত্রের খবর, তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় তিরুপ্পুভানম এলাকার অদূরে এই পালাইয়ুর গ্রাম। সেখানকার বাসিন্দা বীরমণি প্রতিদিনই তার সাধের বাইকটি রাখেন নিজের বাড়ির সামনে।
কয়েকদিন আগে, রাতে বাড়ির সামনে বাইক রেখে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে বাড়ির বাইরে বাইক না দেখতে পেয়ে মাথায় যেন বাজ ভেঙে পড়ে বীরমনির । বীরমণি এবং পরিবারের সদস্যরা বাড়ির আশপাশ সহ গোটা গ্রাম খুঁজলেও বাইকের সন্ধান না পেল না। শেষে বীরমণি তিরুপ্পুভানম থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করে আসেন। পুলিশ তদন্তে নামলেও বাইকের কোনও সন্ধান পায়নি।
এ পর্যন্ত সবই ঠিক ছিল , কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। ওই দিন রাতেই বাইকটি মেলে বীরমণির বাড়ির সামনে । সেই সঙ্গেই বাইকে একটি চিঠিও পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তিরুপ্পুভানম পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে চিঠিটি পড়ে অবাক হয়ে যায় পুলিশ থেকে উপস্থিত গ্রামবাসী। সেই চিঠির বয়ানে লেখা ছিল, আমি অন্য এলাকা থেকে আসার সময় খুবই সমস্যায় পড়ে যাই। কিন্তু খুবই জরুরী ছিল তাই যেভাবেই হোক আমাকে গন্তব্যে পৌঁছতেই হত। এমন সমস্যার সময় তখন আমার চোখে পড়ে আপনার বাইকটি । প্রয়োজনের তাগিদে সে সময় বাইক নিয়ে নেওয়াটা ভুল মনে হয়নি, পরে অত্যন্ত খারাপ লাগতে থাকে। আপনার কাছে ঋণী আমি। আমি ১৫০০ টাকা রাখলাম বাইকের পেট্রোল ট্যাঙ্কে ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
