Crime News: হাতের লেখার মান অতি জঘন্য হওয়ায় পড়ুয়াকে শারীরিক হেনস্থার অভিযোগ গৃহশিক্ষিকার বিরুদ্ধে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

মুম্বই: হাতের লেখা খারাপ এটাই তার অপরাধ। আট বছরের খুদে পড়ুয়ার হাত মোমবাতি দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার খবর চাউর হতেই ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, মুম্বইয়ের মালাদ এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই শিক্ষার্থীর হাতের লেখা খারাপ হওয়ায় শাস্তি দিতে মোমবাতি দিয়ে তার হাত পুড়িয়ে দেয় অভিযুক্ত শিক্ষিকা রাজর্ষি রাঠোরে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গৃহ শিক্ষিকার হাতে আক্রান্ত ওই পড়ুয়ার বয়স মাত্র আট। তার নাম-মহম্মদ হামেজা খান। সে মুম্বইয়ের পূর্ব মালেদার বাসিন্দা রাজর্ষি রাঠোরের কাছে সন্ধ্যাবেলা টিউশন পড়তে যেত। মুম্বইয়ের লক্ষধাম স্কুলের ওই পড়ুয়া প্রতিদিনের মতো এদিনও স্কুল শেষ করে দিদি রুবিনার সঙ্গে রাজর্ষির বাড়িতে টিউশন পড়তে গিয়েছিল। প্রতিদিনের মতো ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পড়া থাকলেও এদিন ওই গৃহশিক্ষিকা মহম্মদ হামেজার বাবাকে ফোন করে তাকে নিয়ে যেতে বলেন।

এই বিষয়ে নাবালক পড়ুয়া মহম্মদ হামেজার বাবার অভিযোগ, ওই গৃহশিক্ষিকা তাকে ফোনে জানায় যে, হামেজা অনবরত কেঁদেই চলেছে। তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এরপর তড়িঘড়ি হামেজার বাবা ওই শিক্ষিকার বাড়ি পৌঁছলে দেখতে পান ছেলে মহম্মদ হামেজার হাতের তালু পোড়া। তার জন্য অনবরত কেঁদেই চলেছে সে। এরপর দ্রুত সেখান থেকে তাকে নিয়ে হাসপাতালে যান হামেজার বাবা। জানা গিয়েছে, সেখানে ছেলের চিকিৎসা করিয়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিস সূত্রে খবর, ওই নাবালক ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহশিক্ষিকার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এবং কেন তিনি ছাত্রের সঙ্গে পড়াতে পড়াতে এমন কাণ্ড ঘটালেন তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাতজন আসামীকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর সহ সাতজনকে খালাস দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে আদালত মন্তব্য করেছে। মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত এই রায় দিয়েছে। ২০০৮ সালের ২৯শে সেপ্টেম্বরের বিস্ফোরণ মামলায় এই রায়। মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওয়ের একটি মুসলিম মসজিদের কাছে মোটরসাইকেলে বেঁধে রাখা বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হয়েছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।