সংক্ষিপ্ত
মুম্বই হামলার মূল অভিযুক্ত তাহাউর রানাকে তুলে দেওয়া হবে ভারতের হাতে! সিদ্ধান্ত নিল আমেরিকার সুপ্রিম কোর্ট
২৬/১১-র মুম্বই হামলার অভিযুক্ত তাহাউর রানেকে এবার ভারতের হাতে তুলে দেওয়া হল। এমনই অনুমতি দিলেন আমেরকার সুপ্রিম কোর্ট।
২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলায় তাহাউর রানের যোগ পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। এরপর থেকেই পাকিস্তানি বংশোভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে ভারতে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে সফল হল সেই প্রয়াস। তাহাউর রানেকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা।
আইনি প্রক্রিয়ার কারণেই বিলম্বিত ছিল এই প্রয়াস। আমেরিকার সমস্ত আদালতেই ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশই দেওয়া হয়েছে। কোনও আদালতেই আবেদন করে সফল হয়নি তাহাউর।
মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত হলেন ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রানাকে পাওয়ার জন্য বহুদিন ধরে আবেদন করছেলি ভারত। কিন্তু পরবর্তীকালে জামিনে মুক্তি পেয়ে যায় এই অভিযুক্ত। যদিও ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তইবা জঙ্গির মুম্বইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের।
পরে ২০২০ সালের জুন মাসে মুম্বই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। এরপর ক্যালিফোর্নিয়ার একটি আদালতে রানার তরফে জামিনের আবেদন জানানোর পরেও লাভ হয়নি সেই জামিন খারিজ হয়ে যায়।
২০০৮ সালের নভেম্বর মাসের ওই জঙ্গি হামলায় শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়। ওই বছরে মুম্বই হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। ওই ঘটনাতেইরানার যোগ পাওয়া গিয়েছে। বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি জেলে বন্দি রয়েছেন রানা। এরপর ভারতে হাতে তাকে তুলে দেওয়া হবে।