Nano Banana AI tool: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নানা অ্যাপ, ওয়েবসাইট। অনেকে দাবি করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সহজে অনেক কাজ করা যাচ্ছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারও দেখা যাচ্ছে।

DID YOU
KNOW
?
এআই টুলের অপব্যবহার
বিশ্বজুড়ে এআই টুলের অপব্যবহার দেখা যাচ্ছে। ভারতও তার ব্যতিক্রম নয়। অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করছেন।

Google’s Nano Banana AI tool: ‘অফিসে আসার সময় বাইক থেকে পড়ে গিয়েছি। আমার চোট লেগেছে। আমার অনুরোধ, আজ দয়া করে বেতন-সহ ছুটির আবেদন মঞ্জুর করুন।’ অফিসের এইচআর-এর কাছে চোট পাওয়া হাতের ছবি-সহ এই বার্তা পাঠিয়ে দিলেন এক ব্যক্তি। স্বাভাবিকভাবেই সেই ছবি দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন এইচআর। তিনি সবেতন ছুটি মঞ্জুর করে দেন। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিতও করেন এইচআর। তিনি সংশ্লিষ্ট কর্মীকে বার্তা পাঠান, ‘কোনও চিন্তা কোরো না। দয়া করে ডাক্তারের কাছে গিয়ে ড্রেসিং করিয়ে নাও। আজ তোমার সবেতন ছুটির আবেদন মঞ্জুর করা হচ্ছে।’ এ পর্যন্ত সবকিছু ঠিক ছিল। কিন্তু পরে জানা গেল আসল ঘটনা। গুগলের ন্যানো ব্যানানা এআই টুল ব্যবহার করে ভুয়ো ছবি তৈরি করেছিলেন ওই ব্যক্তি।

এআই টুলের অপব্যবহার

গুগলের ন্যানো ব্যানানা এআই ইমেজ জেনারেটর ব্যবহার করে অনেকেই প্রতারণা করছেন। মহিলাদের অশ্লীল ও আপত্তিকর ছবি তৈরির ঘটনা যেমন প্রকাশ্যে এসেছে, তেমনই অন্যান্য ক্ষেত্রে এই এআই টুলের অপব্যবহার দেখা যাচ্ছে। অফিস থেকে ছুটি নেওয়ার জন্য অনেকেই অল্পবিস্তর মিথ্যা বলে থাকেন। কিন্তু এবার সেই মিথ্যাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। যে কর্মী প্রতারণার সাহায্যে ছুটি নিয়েছেন, তিনি হাতের ছবি তুলে সেই ছবিতে হাতে চোট যুক্ত করতে চান। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মুহূর্তের মধ্যে সেই ছবি তৈরি হয়ে যায়। এইচআর-এর পক্ষে তখনই সেই ছবি যাচাই করা সম্ভব হয়নি। ভবিষ্যতে অন্য কেউ একই পন্থা অবলম্বন করতে পারেন। ফলে সবারই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

Scroll to load tweet…

ভুয়ো ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক

এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। অনেকে দাবি করছেন, যে সংস্থায় সবেতন ছুটি নেওয়ার জন্য প্রমাণ পেশ করতে হয়, সেই সংস্থার হয়ে কাজ না করাই ভালো। আবার অনেকে প্রযুক্তির অপব্যবহার ও প্রতারণার বিরোধিতা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।