'নিজেদের রাজ্যে যখন হিংসা হয়, তখন এই বিরোধী দলগুলো একেবারে চুপ থাকে', বিরোধী জোটকে একত্রে বিঁধলেন নরেন্দ্র মোদী
এই যে জোট এককাট্টা হয়েছে, এদের নিজেদের এলাকায় বড় থেকে বিশালতম অশান্তি বা অপরাধের ক্ষেত্রে এদের মুখ একেবারে বন্ধ হয়ে যায় । বিরোধী শক্তিদের কার্যত তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
সমগ্র বিরোধী জোটকে একত্রে বিঁধলেন নরেন্দ্র মোদী । তিনি জানান এই যে জোট এককাট্টা হয়েছে, এদের নিজেদের এলাকায় বড় থেকে বিশালতম অশান্তি বা অপরাধের ক্ষেত্রে এদের মুখ একেবারে বন্ধ হয়ে যায় । প্রথমেই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে আনেন মোদী । তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেখানে প্রকাশ্যে হিংসা হয়েছে, লাগাতার খুনখারাপি হচ্ছে । এই বিষয়েও এদের সবার (বিরোধী দল) মুখ বন্ধ রয়েছে ।
Read more Articles on