এবারের ইউজিসি-নেট নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষার গণ্ডি পেরিয়ে রাজনৈতিক মহলেও এ সংক্রান্ত বিতর্ক জোরদার হয়েছে। এবার এই পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হল।

বিতর্কের জেরে শেষপর্যন্ত বাতিল হয়ে গেল ইউজিসি-নেট। বুধবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষায় কারচুপির প্রমাণ পাওয়া গিয়েছে। এই কারণেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ইউজিসি-নেট। কিন্তু এবার এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতির মাধ্যমে নাম্বার বৃদ্ধির মতো মারাত্মক অভিযোগ উঠেছে। এই কারণে নড়েচড়ে বসেছে শিক্ষামন্ত্রক। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পরীক্ষা পদ্ধতিতে যাতে সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছ্বতা ও পবিত্রতা বজায় থাকে, সেটা নিশ্চিত করার জন্য ভারত সরকারের শিক্ষামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, ইউজিসি-নেট ২০২৪ বাতিল করা হচ্ছে। নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তার জন্য নতুন করে তথ্য দেওয়া হবে। একইসঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআই-কে দায়িত্ব দেওয়া হচ্ছে।’

নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে তদন্ত

নিট পরীক্ষায় অনিময়ের অভিযোগ সম্পর্কে শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নিট (ইউজি) ২০২৪ পরীক্ষায় গ্রেস মার্কস সম্পর্কে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাটনায় পরীক্ষার ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। সে বিষয়ে বিহার পুলিশের আর্থিক দুর্নীতি শাখার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার।’

Scroll to load tweet…

পরীক্ষার্থীদের জন্য কী ব্যবস্থা নিচ্ছে সরকার?

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনিয়ম, অব্যবস্থা সম্পর্কে শিক্ষামন্ত্রক আরও জানিয়েছে, ‘পরীক্ষার পবিত্রতা বজায় রাখার জন্য দায়বদ্ধ সরকার। ছাত্র-ছাত্রীদের স্বার্থরক্ষা করার জন্যও বদ্ধপরিকর সরকার। যদি কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সারা দেশের শিক্ষা মহল এই ঘটনায় ক্ষুব্ধ। তবে কেন্দ্রীয় সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঘর থেকে একটা তীব্র আওয়াজ হওয়ার পরেই উধাও ছাত্র! নিট পরীক্ষায় খারাপ ফল হওয়ার চরম পরিণতি

কোটায় দূষিত জল খেয়ে মৃত্যু নিট পরীক্ষার্থী বৈভব রায়ের , হেপাটাইটিসে আক্রান্ত আরও ৬৫ জন

নিত্য সঙ্গী আর্থিক অনটন, নিট পাশ করে 'স্বপ্ন' ভুলে কৃষিকাজে মন মাদুরাইয়ের পড়ুয়ার