সংক্ষিপ্ত
চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত মোট ৯৯ লক্ষ ৬৭ হাজার 'WhatsApp' ব্যবহারকারী ভারতীয়ের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে (WhatsApp Block)। যদিও এর মধ্যে অবশ্য, ১৩ লক্ষ ২৭ হাজার অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে কোনও ইউজার রিপোর্ট বা অন্য কোনও ফ্যাক
What's App Bans: লক্ষ লক্ষ ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ (Social Media)। WhatsApp-এর মাধ্যমে প্রতিনিয়ত বাড়ছে সাইবার অপরাধ (Cyber Crime)। কোনও কিছু না বুঝেই প্রতারক জালে পা দিয়ে নিমেষের মধ্যে সর্বস্বান্ত হচ্ছেন বহু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করা মানুষজন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা।
জানা গিয়েছে, দেশজুড়ে হোয়াট্সঅ্যাপের মাধ্যমে যে কোনও ধরনের সাইবার অপরাধ, আর্থিক লেনদেন সংক্রান্ত প্রতারণা ঠেকাতে এক মাসের মধ্যে ভারতে প্রায় ৯৯ লক্ষ হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। Meta-র মালিকানাধীন মেসেজিং অ্যাপে (WhatsApp) কঠোর হচ্ছে সাইবার নীতি। তারই প্রথম পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ভারতে প্রায় ৯৯ লক্ষের মধ্যে ১৩.২৭ লক্ষ হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্টের (WhatsApp Banned) বিরুদ্ধে কোনও Report হয়নি। তবে ওই ফোন নম্বরগুলি নিষিদ্ধ করেছে অ্যাপ সংস্থা। চলতি বছরের ১ থেকে ৩০ জানুয়ারির মধ্যে এক কোটির কাছাকাছি হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ে পদক্ষেপ করেছে সংস্থাটি। কারণ, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের ১ (ডি) এবং ৩এ (৭) বিধি লঙ্ঘিত করেছে ওই নম্বরগুলি। বস্তুত, হোয়াট্সঅ্যাপে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে। সেখানে ব্যবহারকারীর প্রতিক্রিয়া যেমন নেওয়া হয়, তেমনই নির্দিষ্ট শর্ত উপেক্ষা করলে কড়া পদক্ষেপ করে 'মেটা কর্তৃপক্ষ' (WhatsApp Meta)।
জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত মোট ৯৯ লক্ষ ৬৭ হাজার 'WhatsApp' ব্যবহারকারী ভারতীয়ের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে (WhatsApp Block)। যদিও এর মধ্যে অবশ্য, ১৩ লক্ষ ২৭ হাজার অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে কোনও ইউজার রিপোর্ট বা অন্য কোনও ফ্যাক্ট ছিলো না। মেটা সূত্রে খবর, কেবলমাত্র হোয়াটসঅ্যাপের নিজস্ব সমন্বিত সনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে প্রতারণা বা অপরাধ ঘটাচ্ছে এমন ইঙ্গিতবাহী আচরণ চিহ্নিত করে অ্যাকাউন্টগুলি মুছে ফেলা হয়েছে বা উড়িয়ে দেওয়া হয়েছে।
আরও জানা গিয়েছে, যে সমস্ত অ্যাকাউন্টগুলি ব্লক করে দেওয়া হয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টের বিরুদ্ধে রয়েছে প্রচুর অভিযোগ, রিপোর্ট। এই বিষয়ে মোট ৯ হাজার ৪৭৪টি অভিযোগ জমা পড়েছিল মেটার কাছে। তার মধ্যে, ২৩৯টি অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে সেই সমস্ত ইউজারের ঠিকানায় মেইল এবং চিঠিও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
কীভাবে এই সমস্ত অ্যাকাউন্টগুলি চিহ্নিত করে ব্লক করা হয়েছিল?
জানা গিয়েছে, নির্দিষ্ট একটি সিস্টেমের মাধ্যমে সন্দেহজনক অ্যাকাউন্টগুলির উপর নজর রাখা হত। তারপর তিনটি ধাপে পর পর অ্যাকাউন্ট ব্লকের কাজ করা হত। এইক্ষেত্রে WhatsApp-এর স্বয়ংক্রিয় সিস্টেমগুলি bulk messaging বা spam-এর মতো ঘটনাগুলির ওপর নজর রাখে। In response to user feedback-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দ্বারা অবমাননাকর বা অবৈধ কার্যকলাপের জন্য রিপোর্ট করা অ্যাকাউন্টগুলিকে নোট করে রাখে সংস্থা এবং তার ওপর তদন্তের ব্যবস্থা নেওয়া হয়। সর্বশেষ কোনও গুরুতর অভিযোগ বা রিপোর্টের ভিত্তিতে অ্যাকাউন্টগুলি ব্লক করে দেওয়া হয়।
WhatsApp Banns-এর হাত থেকে কীভাবে বাঁচাবেন নিজের অ্যাকাউন্ট?
সাইবার অপরাধীদের হাত থেকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তথা WhatsApp-কে নিরাপদে রাখতে চাইলে প্রথমেই আপনাকে কতগুলি বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন- স্প্যাম মেসেজ ফরোয়ার্ড করা, অজানা-অচেনা গ্রুপে ঢুকে পরা, অপরিচিত লিঙ্কে ক্লিক করা, সন্দেহজনক লিঙ্ক সবাইকে ফরোয়ার্ড করা। আপনি যদি এই বিষয়গুলি এড়িয়ে চলেন তাহলে আপনার হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট থাকবে সুরক্ষিত। আর এসবের তোয়াক্কা না করে আপনিও যদি এই কাজে ক্রমাগত সামিল হন তাহলে আর বাকিটা বলার অপেক্ষা রাখে না!