- Home
- India News
- মধ্যবিত্তের জন্য দারুণ খবর, ফের সস্তা হচ্ছে রান্নার গ্যাস, একধাক্কায় কত কমে গেল LPG-র দাম?
মধ্যবিত্তের জন্য দারুণ খবর, ফের সস্তা হচ্ছে রান্নার গ্যাস, একধাক্কায় কত কমে গেল LPG-র দাম?
দেশে রান্নার গ্যাসের দাম কমাতে ভারত আমেরিকার সঙ্গে একটি বড় চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এই চুক্তির ফলে ২০২৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ LPG আমদানি করা হবে, যার ফলে সাধারণ মানুষের জন্য সিলিন্ডারের দাম কমার সম্ভাবনা রয়েছে।

নভেম্বরের দ্বিতীয়ার্ধে দারুণ খবর মধ্যবিত্তের জন্য। এবার সস্তা হচ্ছে রান্নার গ্যাসের দাম। আমজনতার হাতে সস্তায় গ্যাস তুলে দিতে সরকার নিল বিরাট পদক্ষেপ। সিলিন্ডার প্রতি এবার কমবে দাম। দেশের গ্যাসের চাহিদার কথা মাথায় রেখে নয়া পদক্ষেপ নিল সরকার।
প্রকাশ্যে আসা এক রিপোর্ট অনুযায়ী, দেশে রান্নার গ্যাসের চাহিদা মেটাতে আমেরিকা থেকে বিপুল পরিমাণ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা LPG আমদানি করার লক্ষ্যে খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্পের দেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে দিল্লি। যা সফল হলেই এদেশে কমবে LPG-র দাম।
এই চুক্তির অধীনে, আগামী দিনে আমদানি হওয়া LPG গুলোর মধ্যে অন্তত ১০ শতাংশ আসবে আমেরিকা থেকে। যেই তথ্য ইতোমধ্যে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদিপ সিং পুরী। আমেরিকার সঙ্গে LPG নিয়ে নতুন চুক্তি প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার সঙ্গে নতুন চুক্তির হাত ধরে আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে মার্কিন উপসাগরীয় উপকূল হয় LPG আসবে ভারতে। দেশের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলো আমেরিকা থেকে বিপুল পরিমাণ LPG আমদানি করবে।
মাউন্ট বেলভিউ বেঞ্চমার্কের অধীনে এই LPG আমদানি করা হবে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সেই লক্ষ্য পূরণ করতে আইওসি, বিপিসিএল এমনকি এইচপিসিএলের শীর্ষ স্তরের কর্মকর্তারা ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছেছেন।
মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমশ বাড়ছে। কিন্তু তা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে রান্নার গ্যাস পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। তাই রাষ্ট্রীয় তেল সংস্থাগুলো আমেরিকা থেকে বিপুল পরিমাণ LPG আমদানির পথে হাঁটছে।

