- Home
- India News
- New Scheme: পরিবার পিছু ৩০ হাজার টাকা করে দেবে মোদী সরকার, জেনে নিন কীভাবে আবেদন করবেন
New Scheme: পরিবার পিছু ৩০ হাজার টাকা করে দেবে মোদী সরকার, জেনে নিন কীভাবে আবেদন করবেন
New Scheme: কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ রাষ্ট্রীয় পরিবারিক লাভ যোজনা। এই প্রকল্পে যোগ্য পরিবারগুলি এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য পাবে। নির্দিষ্ট যোগ্যতা, যেমন বার্ষিক আয় ২.৫ লক্ষের কম এবং সরকারি চাকরিজীবী নয়, পূরণ করতে হবে।

দেশের প্রত্যেক পরিবারকে আর্থিক ভাবে স্বচ্ছল করতে কেন্দ্রীয় সরকার নানান প্রকল্প গ্রহণ করেছে। প্রতি মাসে দিয়ে থাকে নানান ভাতা।
দেশের বেকার যুবক থেকে বৃদ্ধ সকলকে দিয়ে থাকে ভাতা। তেমনই কৃষকদের দেওয়া হয় আলাদা ভাতা।
এরই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরকারের থেকে পেয়ে থাকেন বিভিন্ন সুবিধা।
এবার ফের উদ্যোগী হল সরকার। চালু হচ্ছে রাষ্ট্রীয় পরিবারিক লাভ যোজনা। এই প্রকল্পে প্রতি পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।
পরিবার পিছু ৩০ হাজার টাকা করে দেবে সরকার। তবে এই টাকা দেওয়া হবে একাকালীন।
এই রাষ্ট্রীয় পরিবারিক লাভ যোজনার সুবিধা পেতে গেলে থাকতে হবে নির্দিষ্ট যোগ্যতা। যেমন- আবেদকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
তেমনই আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। সঙ্গে থাকতে হবে বৈধ পরিচয়পত্র। যেমন আধার কার্ড।
পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষের কম হলে তবেই পাবেন এই সুবিধা।
পরিবারের সদস্যদের মধ্য়ে কেউ করদাতা হলে পাবেন না সুবিধা। তেমনই পরিবারের কেউ সরকারি চাকরি করলে এই সুবিধা পাবেন না।
এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারেন অনলাইনে। অনলাইন ও অফলাইন দুই রকম পদ্ধতিতে আবেদন করতে পারেন।
http://rply.gov.in এ গিয়ে আবেদন করুন। নতুন আবেদন বটনে ক্লিক করুন। আপনার আধার নম্বর, পরিবারের সদস্যের নাম, আয় সংক্রান্ত তথ্য দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। ফর্ম সাবমিট করার পর হবে ভেরিফিকেশন। তারপর মিলবে টাকা।

