সংক্ষিপ্ত
আগামিকাল, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা। ফল প্রকাশ একই দিনে। তার আগে মোদী-নীতিশ কুমারের মধ্যে বৈঠক যথেষ্ট তাৎপর্যপুর্ণ।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের এক দিন আগেই দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। একই সঙ্গে বিজেপি শিবিরেও ভোট গণনা নিয়ে তৎপরতা তুঙ্গে। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতেও একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।
আগামিকাল, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা। ফল প্রকাশ একই দিনে। তার আগে মোদী-নীতিশ কুমারের মধ্যে বৈঠক যথেষ্ট তাৎপর্যপুর্ণ। যদিও দুজনেই এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎকার বলে দাবি করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করেছিলেন। নীতিশ কুমার জানিয়েছেন,বারাণসীতে মোদীর মনোনয়নপত্র দাখিল করার সময় তিনি উপস্থিত থাকতে পারেনি শারীরিক অসুস্থতার জন্য। সেই কারণে এদিন মোদীর সঙ্গে দেখা করলেন।
অন্যদিকে বিজেপির সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠক নিয়ে বিজেপি নেতা বিনোদ তাওদে বলেছেন, 'নাড্ডা বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলন অমিত শাহ, রাজনাথ সিং,অমিত শাহর মত প্রবীণ নেতারা। ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদকরা। সাতটি ধাপে কী করে ভোট গণনা হবে তা নিয়ে পর্যালোচনা করা হয়। গণনা প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়েছে।'
বিজেপি নেতা বলেন, বুথ ও গণনা এজেন্টদের মোতায়েন ও সেইসঙ্গে বিজেপির দলীয় কার্যালয়ে আধিকারিকরা কী করে গণনার দায়িত্ব পালন করবেন তারও নির্দেশিকা দেওয়া বয়েছে। সূত্রের খবর এই বৈঠকে বিজেপি প্রার্থীদের বিশদ বিবরণ চাওয়া হয়েছে। প্রত্যেকটি ইউনিটের সভাপতিদের ইনপুন নেওয়াও হয়েছিল। এক বিজেপি নেতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মত রাজ্যে যেখানে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা তাদের দলের নেতা কর্মীদের ভয় দেখাচ্ছে। তাই দলের নেতাদের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় নির্দেশ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।