সংক্ষিপ্ত

গত কয়েক দশকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ইসরোর এই সাফল্যে বাংলার মহাকাশ বিজ্ঞানীদের পাশাপাশি তামিলনাড়ুর মহাকাশ বিজ্ঞানীদেরও বিশেষ অবদান আছে।

তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার প্রত্যন্ত গ্রামে বাড়ি। ছোটবেলায় গ্রামে কারও বাড়িতেই বিদ্যুৎ সংযোগ ছিল না। এমনকী, গ্রামে স্কুলও ছিল না। সেই গ্রামের ছেলে এখন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান। সারা দেশে আদর্শ হয়ে উঠেছেন ড. ভি নারায়ণন। বাবার ছিল নারকেলের ব্যবসা। স্কুলে পড়ার সময় ব্যবসার কাজে বাবাকে সাহায্যও করতেন। সেই সময় তাঁদের গ্রামে প্রচুর তালগাছও ছিল। ফলে ছোটবেলা থেকেই অনেকজনকে উঁচু গাছে উঠতে দেখতেন নারায়ণন। সেই থেকেই হয়তো তাঁর আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা শুরু। এই প্রত্যন্ত গ্রামের ছেলে পরবর্তীকালে রকেট ও স্পেসক্র্যাফট প্রপালসন বিশেষজ্ঞ হয়ে ওঠেন। ইসরোর অনেক অভিযানেই বিশেষ ভূমিকা পালন করেছেন নারায়ণন। তিনি ১৪ জানুয়ারি ড. এস সোমনাথের পরিবর্তে নতুন ইসরো চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

সাইকেল কোম্পানি থেকে ইসরোয় যোগ!

নারায়ণনের খুড়তুতো ভাই আইনজীবী ড. ভি সেলভাকুমার জানিয়েছেন, ‘আমার চেয়ে দাদা ১০ বছরের বড়। তিনি যখন পড়াশোনা করতেন, সেই সময় আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। গ্রামে স্কুলও ছিল না। ফলে অন্য গ্রামের স্কুলে পড়াশোনা করতে হয় দাদাকে। তিনি কেরোসিন বাতির আলোয় পড়াশোনা করতে বাধ্য হতেন। ডিপ্লোমা সম্পূর্ণ করার পর তিনি একটি সাইকেল কোম্পানিতে যোগ দেন। তারপর ইসরোয় যোগ দেন। দাদা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছিলেন। তিনি দশম শ্রেণির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন।’

বাংলায় পড়াশোনা

নারায়ণনের পরিবার সূত্রে জানা গিয়েছে, নতুন ইসরো চেয়ারম্যানকে প্রাথমিক শিক্ষার জন্য পাশের গ্রামের স্কুলে যেতে হত। এরপর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার জন্য বাড়ি থেকে এক কিলোমিটার দূরের স্কুলে যেতে হত নারায়ণনকে। এরপর তিনি পলিটেকনিক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেন। এরপর তিনি এএমআইই-তে যোগ দেন। তারপর ক্রিওজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে এম টেক সম্পূর্ণ করেন। এরপর আইআইটি খড়্গপুর থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পূর্ণ করেন নারায়ণন। ফলে বাংলার সঙ্গেও তাঁর যোগ আছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

গগনযান: ২০২৬ এর শেষে উৎক্ষেপণ, ভারতের মহাকাশ অভিযান নিয়ে বড় দাবি ইসরো প্রধানের

চন্দ্রযান-৩ সাফল্যে নয়া পালক! ইসরো প্রধান সোমনাথ আইএএফ বিশ্ব মহাকাশ পুরস্কারে ভূষিত

কেন ইসরো এখন শুক্রের দিকে নজর রাখছে, কেমন চলছে নতুন ভারত অভিযানের প্রস্তুতি? জেনে নিন এই অভিযানের পরিকল্পনা