সংক্ষিপ্ত

মহারাষ্ট্রে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তবে এক্ষেত্রে রেলের গাফিলতির অভিযোগ উঠছে না। বরং যাত্রীদের একাংশের অবিবেচকের মতো আচরণই দায়ী।

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। অন্তত ১২ জনের মৃত্যু হল। অন্তত সাতজন জখম হয়েছে। এই দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। বুধবার বিকেল পাঁচটা নাগাদ পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজবের জেরে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীদের একাংশ। তাঁদের ধাক্কা দেয় অন্য লাইনে আসা কর্ণাটক এক্সপ্রেস। এই দুর্ঘটনার বিষয়ে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, 'প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে, পুষ্পক এক্সপ্রেসের একটি কোচের ভিতরে 'হট অ্যাক্সেল' বা 'ব্রেক-বাইন্ডিং' (জ্যাম) এর কারণে আগুনের ফুলকি বের হচ্ছিল। এর ফলে যাত্রীদের একাংশ আতঙ্কিত হয়ে পড়েন। গুজব ছড়িয়ে পড়ে, ট্রেনে আগুন ধরে গিয়েছে। কয়েকজন যাত্রী চেন টেনে ট্রেন থামান। এরপর কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। কয়েকজন আবার ট্রেন থামার পর ট্র্যাকে নেমে যান। অনেক যাত্রী পাশের লাইনে চলে যান। ঠিক সেই সময় সেই লাইন দিয়ে যাচ্ছিল কর্ণাটক এক্সপ্রেস। সেই ট্রেন পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের চাপা দিয়ে চলে যায়।'

কোথায় হল ট্রেন দুর্ঘটনা?

পুষ্পক এক্সপ্রেস ও কর্ণাটক এক্সপ্রেসের দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পচোরার কাছে মাহেজি এবং পারধারে স্টেশনের মাঝামাঝি জায়গায়। এই জায়গাটি মুম্বই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। পুষ্পক এক্সপ্রেস লখনউ থেকে মুম্বই যাচ্ছিল। অন্যদিকে, কর্ণাটক এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে নয়াদিল্লি যাচ্ছিল।

শুরু হয়েছে উদ্ধারকার্য

কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় রেললাইনে ছিটকে পড়েন বেশ কয়েকজন। সেই হৃদয়বিদারক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ছবিগুলিতে রেললাইনে যাত্রীদের পড়ে থাকতে দেখা যায়। কেউ কেউ রক্তাক্ত অবস্থায় ইতস্ততঃ ঘুরে বেড়াচ্ছিলেন। আহতদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মধ্য রেলওয়ে জানিয়েছে, জরুরি ভিত্তিতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ভূসাওয়াল থেকে একটি ট্রেন পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

রেলকে সাহায্য করছে মহারাষ্ট্র সরকার

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, জেলা প্রশাসন রেল প্রশাসনের সঙ্গে মিলে কাজ করছে। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটটটি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সাধারণ হাসপাতালের পাশাপাশি অন্যান্য নিকটবর্তী বেসরকারি হাসপাতালগুলিকেও তৈরি রাখা হয়েছে। গ্লাস কাটার, ফ্লাড লাইট ইত্যাদি জরুরি সরঞ্জাম মজুত করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আরেকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মালগাড়ির সঙ্গে বাগমতি এক্সপ্রেসের সজোড়ে ধাক্কা, আহত একাধিক

বোকারো গোমো রুটে বড়সড় দুর্ঘটনা! ট্রেনের দুটি বগি লাইনচ্যুত, বন্দে ভারত-সহ লাইনে আটকে পড়েছে বহু ট্রেন

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলায়! চোখের নিমেষে রেল ট্র্যাক থেকে ছিটকে পড়ল দুটো বগি