- Home
- India News
- এবার মেয়েদের ২৬ বছর হলেই মিলবে প্রায় ৫৬ লক্ষ টাকা! কীভাবে নাম নথিভুক্ত করবেন এই কেন্দ্রীয় প্রকল্পে?
এবার মেয়েদের ২৬ বছর হলেই মিলবে প্রায় ৫৬ লক্ষ টাকা! কীভাবে নাম নথিভুক্ত করবেন এই কেন্দ্রীয় প্রকল্পে?
- FB
- TW
- Linkdin
কন্যাশ্রীর মতো সীমাবদ্ধ টাকা নয়, এবার দেশের কন্যাদের জন্য দারুণ প্রকল্প আনল কেন্দ্রীয় সরকার।
মেয়েদের ভবিষ্যতের খরচ পূরণ করতেই নতুন ভাবে আর্থিক সুরক্ষ দিতে চাইছে মোদী সরকার।
এই প্রকল্পটি ২০১৫ সালের বেটি বাঁচাও বেটি পড়াও-এর অংশ এর মূল উদ্দেশ্য হল মেয়েদের শিক্ষা এবং বিয়ে সম্পর্কিত আর্থিক বোঝা কমানো।
১০ বছর পর্যন্ত বয়সী মেয়েরা এই স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে নূন্যতম ২৫০ টাকা বা সর্বাধিক দেড় লক্ষ টাকা বার্ষিক বিনিয়োগ করা যেতে পারে।
এই স্কিমাটি আয়কর আইনের ১৯৬১-এর ধারা ৮০ সি-এর আওতায় ট্যাক্স ছাড়ের মধ্যে পড়ে।
মেয়ের বয়স ৫ বছর হলে বার্ষিক ১.২ লক্ষ টাকা বিনিয়োগ করলে বা প্রতিমাসে ১০ হাজার টাকা করে জমালে ২১ বছর পরে এই যোজনাক ৫৫.৬১ লক্ষ টাকা পাওয়া যাবে।
অর্থাৎ ১৭.৯৩ লক্ষ টাকা জমালে ৩৭.৬৮ লক্ষ টাকা সুদ হিসাবে পাওয়া যাবে।
এই অ্যাকাউন্টে টাকা ম্যাচিওর হতে ২১ বছর লাগবে। অর্থাৎ ৫ বছর বয়সে অ্যাকাউন্ট খোলা হলে ২৫ বছর বয়সে অ্যাকাউন্টটি ম্যাচিওর হয়ে যাবে।