- Home
- India News
- Government employees: দুর্দান্ত খুশির খবর! এবার মোটে সপ্তাহে ৪ দিন অফিস যেতে হবে সরকারি কর্মীদের, টানা ৩ দিন করে ছুটি দিচ্ছে সরকার?
Government employees: দুর্দান্ত খুশির খবর! এবার মোটে সপ্তাহে ৪ দিন অফিস যেতে হবে সরকারি কর্মীদের, টানা ৩ দিন করে ছুটি দিচ্ছে সরকার?
দুর্দান্ত খুশির খবর! এবার মোটে সপ্তাহে ৪ দিন অফিস যেতে হবে সরকারি কর্মীদের, টানা ৩ দিন করে ছুটি দিচ্ছে সরকার?

আর ২ দিন নয়, মিলবে টানা ৩ দিন ছুটি, সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত সুখবর। ওয়ার্ক লাইফে ব্যালান্স আনতেই এমন সিদ্ধান্ত?
বহুদিন ধরেই সপ্তাহে ৪ দিন অফিস আর ৩ দিন ছুটির একটি বিল আসার কথা হচ্ছে। কর্মীদের বাড়ি ও কাজের মধ্যে যাতে ভারসাম্য থাকে তার জন্যই আনা হয়েছে এমন প্রস্তাব।
তবে দিনে ৮ ঘণ্টা কাজের সময় আরও একু বেড়ে যাবে ১১ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হতে পারে এই ৪ দিন।
ফলে রোজ আরও অতিরিক্ত ২ ঘণ্টা কাজ করতে হতে পারে সরকারি কর্মীদের। যার দরুণ একদিন কাজ বন্ধ থাকলেও কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না।
টানা ৫ দিন অফিস করা অনেেকের মধ্যেই সমস্যার হয়ে পড়ে। বিশেষত যাদের অফিস থেকে বাড়ি অনেকটাই দূর। ফলত তাঁরা পরিবারকে সময় দিতে পারেন না।
তবে এবার এই সমস্যা মিটে যাচ্ছে। খুব তাড়াতাড়ি এমন বিল আনতে চলেছে কেন্দ্র বলে জানা গিয়েছে।
নিশ্চিন্তে ৪ দিন অফিস করে বাকি ৩ দিন ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা। তবে বাকি দুটি ছুটি শনি ও রবিবার হলেও বাড়তি একদিনের ছুটি রোস্টারের মাধ্যমে নেওয়া হতে পারে।
যাতে সপ্তাহে ৫ দিনই অফিস খোলা রাখা যায় তাই একটি নির্দিষ্ট দিনে সবাই ছুটি পাবেন না বলেই জানা গিয়েছে।
তবে এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফ থেকে। এই বিল নিয়েও রয়েছে প্রচুর ধোঁয়াশা।
তবে যদি সত্যিই কেন্দ্র এই বিল আনেন তবে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মীরা।

