
Operation Sindoor BSF : পাকিস্তানি পোস্ট চোখের নিমেষে গুঁড়িয়ে দিয়েছিল বিএসএফ-এর নারীশক্তি, দেখুন
Operation Sindoor BSF : অপারেশন সিঁদুর-এ এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন বিএসএফের সাহসী নারী জওয়ানরা। বিএসএফের আইজি (জম্মু) শশাঙ্ক আনন্দ জানিয়েছেন, এই অপারেশনের সময় মহিলা কর্মীরা সরাসরি ফরোয়ার্ড পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেন।
Operation Sindoor BSF : জম্মু সীমান্তে সম্প্রতি পরিচালিত অপারেশন সিঁদুর-এ এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন বিএসএফের (ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী) সাহসী নারী জওয়ানরা। বিএসএফের আইজি (জম্মু) শশাঙ্ক আনন্দ জানিয়েছেন, এই অপারেশনের সময় মহিলা কর্মীরা সরাসরি ফরোয়ার্ড পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেন। এই অপারেশনে সহকারী কমান্ড্যান্ট নেহা ভান্ডারি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন কনস্টেবল মনজিত কৌর, মালকিত কৌর, জ্যোতি, শম্পা ও স্বপ্না সহ আরও অনেকে। তাঁরা প্রত্যেকে সম্মুখসমরে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আইজি আনন্দ বলেন, “অপারেশন সিন্দুরে আমাদের সাহসী মহিলা জওয়ানরা যে শৌর্য এবং পেশাদারিত্ব দেখিয়েছেন, তা দেশের নারী শক্তির এক অনন্য উদাহরণ।” এই অভিযান শুধু শত্রুর মোকাবিলার নয়, বরং সীমান্ত নিরাপত্তায় নারীদের সক্রিয় অংশগ্রহণের এক নতুন দিগন্ত উন্মোচন করল। দেশজুড়ে তাঁদের এই অবদানের প্রশংসা হচ্ছে, এবং তা ভবিষ্যতে নারী জওয়ানদের উৎসাহ জোগাবে বলে মনে করা হচ্ছে।