
Operation Sindoor : অপারেশন সিঁদুরের একমাস পূর্ণ, কেমন আছেন, কী বলছে স্থানীয়রা? দেখুন
Operation Sindoor One Month : অপারেশন সিঁদুরের এক মাস পেরিয়ে গিয়েছে। সেনাবাহিনীর এই কড়া পদক্ষেপের পর পাকিস্তান সীমান্তে গোলাগুলি প্রায় বন্ধ হয়েছে। সীমান্তবর্তী জম্মু-কাশ্মীরের গ্রামগুলোয় এখন রাত কাটে নিশ্চিন্তে।
Operation Sindoor One Month : স্থানীয়দের কথায়, 'আগে রাতে গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যেত, এখন চারদিক নিস্তব্ধ।' শিশুরা নির্বিঘ্নে স্কুলে যাচ্ছে, চাষিরা মাঠে কাজ করছেন। জমিতে ফের লাঙলের শব্দ শোনা যাচ্ছে।
এলাকার এক কৃষক বলেন, ‘আগে জীবন ছিল আতঙ্কে ঘেরা, এখন মাঠে শান্তিতে চাষ করতে পারছি।’ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও সফল অভিযান সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। গ্রামবাসীরা সেনার ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সেনাই আমাদের রক্ষা করেছে, এখন অন্তত স্বপ্ন দেখতে পারি।”
সীমান্ত এখন শুধু বিভাজনের নয়, সাহস আর শান্তির গল্প বলছে।