
Indian Army : ভারতীয় সেনার 'নয়া প্ল্যান' কি? গুরুত্বপূর্ণ তথ্য দিলেন প্রফুল্ল বক্সী! দেখুন
Praful Bakshi Operation Sindoor : প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, পাকিস্তান অবশেষে স্বীকার করেছে যে ভারত তাদের ওপর আক্রমণ করেছিল। তিনি দাবি করেন, এতে প্রমাণ হয় পাকিস্তান ভারতের সামরিক ক্ষমতা বুঝতে পেরেছে।
Praful Bakshi Operation Sindoor : প্রতিরক্ষা বিশ্লেষক প্রফুল্ল বক্সী সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যে জানান, পাকিস্তান অবশেষে স্বীকার করেছে যে ভারত তাদের ওপর সামরিক অভিযান চালিয়েছিল। বক্সীর মতে, এই স্বীকৃতি ভারতের শক্তিশালী প্রতিরক্ষা নীতির প্রমাণ এবং পাকিস্তান এখন ভারতের ক্ষমতা বুঝতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানের এই অবস্থানের ফলে চীনও কূটনৈতিকভাবে চাপে পড়েছে এবং তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রফুল্ল বক্সী আত্মনির্ভর ভারতের অগ্রগতির প্রশংসা করে বলেন, আজ ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে।