
Operation Sindoor : 'বদলা নয়, ন্যায়! একদম উচিৎ শিক্ষা পাকিস্তানকে' নয়া ভিডিও ভারতীয় সেনার
Operation Sindoor New Video : ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যা পাকিস্তানের সীমান্তের ভেতরে সন্ত্রাসবাদীদের ঘাঁটির বিরুদ্ধে চালানো সফল অভিযানের চিত্র তুলে ধরেছে।
সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড সূত্রে জানা গেছে, এই ভিডিওটি অভিযানের কৌশল, পরিকল্পনা এবং সুনির্দিষ্ট কার্যক্রমের একটি বাস্তব প্রমাণ। এই ভিডিও পাকিস্তানকে একটি কড়া বার্তা দেয় যে ভারতীয় সেনা সন্ত্রাসবাদ মোকাবেলায় আপসহীন। সূত্র জানিয়েছে, অভিযানে স্থল, বিমান ও বিশেষ বাহিনী যৌথভাবে অংশগ্রহণ করে, যা একে ১৯৭১ সালের পর প্রথম ট্রাই-সার্ভিস ক্রস-বর্ডার অপারেশন হিসেবে উল্লেখযোগ্য করে তোলে। সেনাবাহিনী এই ভিডিওর মাধ্যমে শুধু অপারেশন সিন্দুরের সাফল্যই তুলে ধরেনি, বরং গোটা দেশবাসীকে এই বার্তাও দিয়েছে—ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিশোধ নয়, সঠিক সময়ে সঠিক জবাব দেওয়াই ভারতের নীতি।