Operation Sindoor India: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের। মঙ্গল-বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি এলাকায় 

Operation Sindoor India: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের। মঙ্গল-বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি এলাকায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনা। অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। ভারতীয় সেনার এই সাফল্যে উল্লসিত অনেকেই। কী বলছেন বিরোধীরা? যারা জম্মু কাশ্মীরের (Jammu Kashmir terror attack) অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় সীমান্তে নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলে সরকারের দিকে আঙুল তুলেছিলেন।

বুধবার গভীর রাতে পহেলগাঁওয়ের বদলা নিতে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছে ভারত (indian army)। রাতের অন্ধকারে গর্জাল রাফাল। মাত্র ২৫ মিনিটে অপারেশনে দিশাহারা পাকিস্তান। পরপর ৯টি পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। তিনবাহিনীর একযোগে এই প্রত্যাঘাতে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'জয় হিন্দ, জয় ইন্ডিয়া।' শুধু তাই নয়, সম্প্রতি মুর্শিদাবাদ সফর থেকেই মুখ্যমন্ত্রী সীমান্তে নিরাপত্তা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এবং জানান প্রত্যাঘাত সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তে তাঁরা সবসময় কেন্দ্রের পাশে রয়েছেন।

Scroll to load tweet…

অন্যদিকে, 'অপারেশন সিঁদুরের' সাফল্যে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এক্স হ্যান্ডেলে মুখ খুলেছেন। তিনি লেখেন, ''আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্বিত। জয় হিন্দ।''

Scroll to load tweet…

বুধবার গভীর রাতে পাক এয়ার স্ট্রাইকের ঘটনায় এভাবেই শিক্ষা দেওয়া উচিত বলে মন্তব্য করেন এআইএমআইএম চিফ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ''জঙ্গিঘাঁটিতে যেভাবে ভারতীয় সেনা আঘাত হেনেছে, তাকে স্বাগত জানাই। পাকিস্তানকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত, যাতে পহেলগাঁওয়ের মতো ঘটনা আর কখনও না ঘটে। পাকিস্তানের জঙ্গিঘাঁটি একেবারে নস্যাৎ করে দেওয়া উচিত।''

Scroll to load tweet…

এই বিষয়ে RJD নেতা তেজস্বী যাদব সেনাবাহিনীর প্রশংসা করে লিখেছেন, ''ভারত, ভারতীয় ও ভারতীয় সেনা কখনও দেশে কোনও সন্ত্রাসবাদ বরদাস্ত করেনি, ভবিষ্যতেও করবে না। বারবার মায়ের কোল, বোনের হাত আর মাথার সিঁদুরের রক্ষা করে আসছে ভারতীয় সেনা।''

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।