ছেলের মরদেহ নিয়ে একই বাড়িতে! তিন দিন কাটিয়েছেন বৃদ্ধ অভুক্ত বাবা-মাহায়দরাবাদে এক অন্ধ দম্পতি তিন দিন তাদের মৃত ছেলের দেহের সঙ্গে কাটিয়েছেন। দৃষ্টিহীন হওয়ার কারণে তারা ছেলের মৃত্যু টের পাননি, এই ঘটনা কলকাতার রবিনসন স্ট্রিটের ঘটনার স্মৃতি জাগিয়ে তুলেছে।