প্রথম দফার লোকসভা ভোটের মাত্র ২দিন আগে ছত্তিশগড়ে বিজেপির কনভয়ের উপর বড়সড় হামলা চালালো নকশালরা। তাদের শক্তিশালী আইইডি বিস্ফোরণে গাড়ির চালক ও তিন ব্যক্তিগত নিরাপত্তা কর্মী-সহ মৃত্যু হল বিজেপি বিধায়ক ভীমা মান্ডভির। একই সঙ্গে বিস্ফোরণ ঘটে কনভয়ে থাকা পুলিশের গাড়িতেও। পাঁচ পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক।