মহারাষ্ট্রে সরকার গঠনের জট খুলল? শিন্ডে না ফড়নবিশ- কার ভাগ্যে ছিঁড়ল শিকেকার্যকরী একনাথ শিন্ডে স্পষ্ট করে জানিয়েছেন, বিজেপির যে কেউ মুখ্যমন্ত্রী হোন, তাকে সমর্থন দেওয়া হবে। দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ার ২৮ বা ২৯ নভেম্বর দিল্লি সফর করতে পারেন। ২ ডিসেম্বর ওয়ানখেড়ে স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।