
Water War : জল বন্ধ! চেনাব নদী শুকিয়ে কাঠ, মোদীর এক পদক্ষেপেই হাহাকার পাকিস্তানে
India Water War : পহেলগাঁও হামলার পর ভারতের পাল্টা কূটনৈতিক পদক্ষেপ—সিন্ধু জল চুক্তি বাতিলের পথে এক ধাপ এগিয়ে এবার বাগলিহার বাঁধ থেকে চেনাব নদীর জল সরবরাহ বন্ধ করল ভারত সরকার।
India Water War : পহেলগাঁও হামলার পর ভারতের পাল্টা কূটনৈতিক পদক্ষেপ—সিন্ধু জল চুক্তি বাতিলের পথে এক ধাপ এগিয়ে এবার বাগলিহার বাঁধ থেকে চেনাব নদীর জল সরবরাহ বন্ধ করল ভারত সরকার। এই পদক্ষেপে পাকিস্তানে জলের প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভারত-পাকিস্তান জলসঙ্কট, কিষাণগঙ্গা ও সালাল বাঁধের অবস্থান, এবং কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ কৌশল নিয়ে।