পহেলগাম হামলাকারীর বোনের বিস্ফোরক স্বীকারোক্তি

Share this Video

Kashmir Attack News : পহেলগাম হামলায় জড়িত এক জঙ্গির বোন ইয়াসমিনা জানিয়েছেন, তাঁর ভাই একজন "মুজাহিদিন"। তিনি বলেন, তাঁদের এক ভাই জেলে, আরেকজন সক্রিয় জঙ্গি। হামলার পর নিরাপত্তা বাহিনী তাঁদের ত্রালের বাড়ি ভেঙে ফেলে এবং পরিবারের সব সদস্যকে আটক করে।

Related Video