Pahalgam Terrorist Attack: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। কাশ্মীর-সহ বিভিন্ন জায়গায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এরই মধ্যেই বেঙ্গালুরুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Sleeper Cell Of Terrorists: বেঙ্গালুরুতে কি সাধারণ মানুষের মধ্যে মিশে আছে জঙ্গিরা? পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর এই আশঙ্কা তৈরি হয়েছে। কর্ণাটকে জঙ্গিদের একাধিক স্লিপার সেল সক্রিয় বলে সন্দেহ নিরাপত্তা সংস্থাগুলির। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তান থেকে অনেকে অনুপ্রবেশ করেছে বলেও সন্দেহ নিরাপত্তারক্ষীদের। কর্ণাটক সরকারও নড়েচড়ে বসেছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, যাদের কাছে কোনও আইনি কাগজপত্র নেই, তাদের এদেশে থাকার অনুমতি দেওয়া হবে না। এই ধরনের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরু। এই শহরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ নানা কারণে আসেন। তাঁদের মধ্যে জঙ্গিরা মিশে থাকতে পারে। এই কারণে বেঙ্গালুরুর নিরাপত্তা নিয়ে সতর্ক সরকার।

কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করবে কর্ণাটক সরকার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছেন, পাকিস্তানিদের চিহ্নিত করে সব রাজ্য থেকেই ফেরত পাঠাতে হবে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাঁরা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছেন। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 'আমরা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করছি। যদি কর্ণাটকে, বিশেষ করে বেঙ্গালুরুতে দেখা যায় কোনও পাকিস্তানি বেআইনিভাবে বসবাস করছে, তাহলে তাকে চিহ্নিত করা হবে, আটক করা হবে, তারপর ফেরত পাঠানোর পর পাকিস্তানের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হবে।'

তল্লাশি শুরু কর্ণাটক পুলিশের

বেঙ্গালুরুতে হোয়াইটফিল্ড-সহ অনেক জায়গাতেই বহিরাগতদের ভিড় দেখা যায়। এই অঞ্চলগুলিতে ঘন জনবসতি রয়েছে। চিকিৎসা, চাকরি, ব্যবসা বা অন্যান্য কারণে যাঁরা বেঙ্গালুরুতে এসেছেন, তাঁদের মধ্যেই জঙ্গিরা থাকতে পারে। এই কারণেই বহিরাগতদের উপর নজর রাখছে পুলিশ। হোটেল, গেস্ট হাউস লজ বা যাঁরা বাড়ি ভাড়া দেন, তাঁদের কাছ থেকে খোঁজ নিচ্ছে পুলিশ। বেঙ্গালুরুর বিভিন্ন থানায় সিবিআই, আইবি আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের স্লিপার সেলের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।